
কলকাতা, ৭ ডিসেম্বর (হি.স.): বিদ্যাসাগর সেতু থেকে গঙ্গায় পড়ে নিখোঁজ হয়ে গেলেন এক যুবক। রবিবার ভোরবেলা এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিখোঁজ যুবকের নাম শুভ্রাংশু শেখর। ২০ বছর বয়সী শুভ্রাংশু শেখর সরশুনা থানা এলাকার বাসিন্দা। তাঁর খোঁজে গঙ্গায় তল্লাশি চালাচ্ছে রিভার ট্র্যাফিক পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এ দিন ভোরে শুভ্রাংশু শেখর এক বন্ধুর সঙ্গে মোটরবাইকে করে বিদ্যাসাগর সেতুতে আসেন। সেখানে দাঁড়িয়ে গল্প করার সময়ে এই ঘটনা ঘটে। এর পরে শুভ্রাংশুর বন্ধু পুলিশে খবর দেন। শুভ্রাংশু শেখর গঙ্গায় পড়ে গিয়েছেন, না কি ঝাঁপ দিয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ