ত্রিপুরাকে পর্যটন মানচিত্রে তুলে ধরতে শালবাগানে শুরু উন্মুক্ত গল্ফ টুর্নামেন্ট
আগরতলা, ৭ ডিসেম্বর (হি.স.) : ত্রিপুরাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করতে রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। ক্রীড়া ক্ষেত্র সেই লক্ষ্যকে আরও গতি দেবে বলেই আশাবাদী মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। রবিবার রাজধা
আগরতলায় গল্ফ টুর্নামেন্ট


আগরতলা, ৭ ডিসেম্বর (হি.স.) : ত্রিপুরাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করতে রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। ক্রীড়া ক্ষেত্র সেই লক্ষ্যকে আরও গতি দেবে বলেই আশাবাদী মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। রবিবার রাজধানীর শালবাগানে বিএসএফ গল্ফ কোর্সে অনুষ্ঠিত ত্রিপুরা উন্মুক্ত গল্ফ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গল্ফ ফেডারেশন অফ ইন্ডিয়া ‘ভারত গল্ফ মহোৎসব’-এর অংশ হিসেবে এবার ত্রিপুরাকে বাছাই করেছে। এরই অঙ্গ হিসেবে বিএসএফ-এর শালবাগান গল্ফ কোর্সে শুরু হয়েছে ত্রিপুরা উন্মুক্ত গল্ফ টুর্নামেন্ট। ত্রিপুরা গল্ফ অ্যাসোসিয়েশন ও বিএসএফ গল্ফ ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি-সহ অন্যান্য অতিথিরা। উদ্বোধনী ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, “পর্যটন ক্ষেত্রে ত্রিপুরাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সরকার বদ্ধপরিকর। খেলাধুলা এই প্রচেষ্টাকে আরও ত্বরান্বিত করবে।” রাজ্যকে গল্ফ প্রতিযোগিতার জন্য নির্বাচিত করায় গল্ফ ফেডারেশন অফ ইন্ডিয়াকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি শালবাগানে আধুনিক গল্ফ কোর্স নির্মাণের জন্য বিএসএফ কর্তৃপক্ষকেও অভিনন্দন জানান।

ক্রীড়া মন্ত্রী টিংকু রায় তাঁর বক্তব্যে বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে ত্রিপুরার সাফল্যের কথা তুলে ধরেন। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, ক্রীড়া মন্ত্রী ও অন্যান্য অতিথিরা গল্ফ কোর্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande