
বার্মিংহাম, ৭ ডিসেম্বর (হি.স.) : ভিলা পার্কে শনিবার রাতে প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর ম্যাচে ২-১ গোলে জিতেছে স্বাগতিকরা আর্সেনালের বিরুদ্ধে।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৮ ম্যাচের অপরাজে যাত্রা থেমে গেল আর্সেনালের।
পুরো ম্যাচে লড়াই হয়েছে দুর্দান্ত, জমজমাট। বল দখলে আর্সেনাল একটু এগিয়ে রইলেও, গোলের জন্য উভয় পক্ষই শট নেয় সমান ১৫টি করে। সফরকারীদের ৯টি ও ভিলার ৬টি লক্ষ্যে ছিল।
এই নিয়ে প্রিমিয়ার লিগে টানা পাঁচ ও সব মিলিয়ে টানা সাতটি ম্যাচ জিতল ভিলা। ১৫ ম্যাচে ৯ জয় ও ৩ ড্রয়ে তাদের পয়েন্ট ৩০। সমান ম্যাচে ভিলার চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্সেনাল।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি