ক্যালিফোর্নিয়ায় স্বাস্থ্যকেন্দ্রের বাইরে বিস্ফোরণ; মৃত্যু একজনের, জখম ৫
সান দিয়েগো, ১৮ মে (হি.স.): আমেরিকার ক্যালিফোর্নিয়ায় একটি স্বাস্থ্যকেন্দ্রের বাইরে বিস্ফোরণে মৃত্যু হল একজনের। গুরুতর জখম হয়েছেন ৫ জন। স্থানীয় সময় শনিবার ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে একটি স্বাস্থ্যকেন্দ্রের বাইরে জোরালো বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রত
ক্যালিফোর্নিয়ায় স্বাস্থ্যকেন্দ্রের বাইরে বিস্ফোরণ; মৃত্যু একজনের, জখম ৫


সান দিয়েগো, ১৮ মে (হি.স.): আমেরিকার ক্যালিফোর্নিয়ায় একটি স্বাস্থ্যকেন্দ্রের বাইরে বিস্ফোরণে মৃত্যু হল একজনের। গুরুতর জখম হয়েছেন ৫ জন। স্থানীয় সময় শনিবার ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে একটি স্বাস্থ্যকেন্দ্রের বাইরে জোরালো বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কয়েক কিলোমিটার পর্যন্ত কেঁপে ওঠে ঘরবাড়ি। এই ঘটনাকে জঙ্গি হামলা হিসেবেই দেখছে এফবিআই। কোনও আন্তর্জাতিক জঙ্গি সংগঠন এই বিস্ফোরণ ঘটিয়েছে বলে প্রাথমিক অনুমান এফবিআই-এর।

যদিও কোনও জঙ্গি গোষ্ঠী এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। তদন্ত শুরু হয়েছে। সূত্রের খবর, ওই স্বাস্থ্যকেন্দ্রটি মূলত ফার্টিলিটি ক্লিনিক। যেখানে প্রচুর এমব্রায়ো ও আইভিএফের জন্য প্রয়োজনীয় নমুনা রাখা ছিল। বিস্ফোরণের ফলে ওই স্বাস্থ্যকেন্দ্রে আগুন লেগে যায়। যদিও মজুত করে রাখা এমব্রায়োগুলির কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল। তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই স্বাস্থ্যকেন্দ্রের বাইরে একটি গাড়ি দাঁড়িয়েছিল। তাতেই বিস্ফোরণ হয়। ওই গাড়ির খুব কাছেই ছিলেন এক ব্যক্তি। বিস্ফোরণের ফলে তাঁর মৃত্যু হয়। জখমদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। তদন্তকারীদের অনুমান ওই গাড়ির ভিতরেই ছিল বোমা।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande