ঋণ দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ভুয়ো এজেন্ট
হুগলি, ২২ জুন (হি.স.): ঋণ পাওয়ার নামে প্রতারণার অভিযোগে হুগলির ডানকুনিতে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। রবিবার হুগলির ডানকুনি থানার চাকুন্ডি এলাকায় এই ঘটনাটি চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জানা গিয়েছে, বেলুড়ের বাসিন্দা সুনীতা লস্করের ছেলের উচ্চশিক্ষার জ
ঋণ দেওয়ার নামে প্রতারণা,  গ্রেফতার ভুয়ো এজেন্ট


হুগলি, ২২ জুন (হি.স.): ঋণ পাওয়ার নামে প্রতারণার অভিযোগে হুগলির ডানকুনিতে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। রবিবার হুগলির ডানকুনি থানার চাকুন্ডি এলাকায় এই ঘটনাটি চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা গিয়েছে, বেলুড়ের বাসিন্দা সুনীতা লস্করের ছেলের উচ্চশিক্ষার জন্য প্রচুর অর্থের প্রয়োজন ছিল। তাই তিনি ঋণের খোঁজে এখানে-সেখানে ঘুরে বেড়াতেন। ডানকুনির চাকুন্ডি এলাকায় তিনি একটি ছোট হোটেল চালাতেন। সেই সময় উত্তরপাড়ায় 'লোন সলিউশন পয়েন্ট' নামে একটি ঋণ সংস্থার এক এজেন্টের সাথে তার দেখা হয়। ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সুনীতা দেবীর কাছ থেকে কিস্তিতে টাকা হাতিয়ে নেয় জাল ঋণ সংস্থাটি। কোম্পানির মালিক অনিন্দ্য দে-র বিরুদ্ধে 'গ্রুপ ঋণ' প্রদানের নামে কেবল সুনীতা দেবীই নয়, বেলুড়ের অনেক মহিলার কাছ থেকেও হাজার হাজার টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। রবিবার অনিন্দ্য সুনীতা লস্করের কাছ থেকে আরও ৫৫০০ টাকা দাবি করে। টাকা দেওয়ার জন্য যখন তাকে ডানকুনির চাকুন্ডিতে তার ছোট হোটেলে ডাকা হয়েছিল, তখন রোহিত গোস্বামী নামে এক যুবক এসেছিল। জাল ঋণের নথি দেখেই যুবকের প্রতারণা ধরা পড়ে। এর পরে, পুরো বিষয়টি ডানকুনি থানায় জানানো হয় এবং পুলিশ যুবককে গ্রেফতার করে। রোহিত গোস্বামী কিস্তিতে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। পুলিশ অভিযুক্ত অনিন্দ্যকেও খুঁজছে।

---------------

হিন্দুস্থান সমাচার / পাপিয়া




 

 rajesh pande