অভিনেত্রীকে 'কটূক্তি, দুপক্ষেরই মারধরের অভিযোগ থানায়
কলকাতা, ১৭ জুলাই (হি.স.): যাদবপুরে এক অভিনেত্রীকে ''কটূক্তি, মারধর'' করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোররাতে অভিনেত্রীর বাড়ির কাছেই একটি গাড়ি থেকে ২ যুবক অভিনেত্রীকে কটূক্তি করেছেন বলে অভিযোগ। এ হেন আচরণের প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হয়েছে,
অভিনেত্রীকে 'কটূক্তি, দুপক্ষেরই মারধরের অভিযোগ থানায়


কলকাতা, ১৭ জুলাই (হি.স.): যাদবপুরে এক অভিনেত্রীকে 'কটূক্তি, মারধর' করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোররাতে অভিনেত্রীর বাড়ির কাছেই একটি গাড়ি থেকে ২ যুবক অভিনেত্রীকে কটূক্তি করেছেন বলে অভিযোগ।

এ হেন আচরণের প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হয়েছে, দাবি অভিনেত্রীর। শ্যুটিংয়ের কাজ সেরে বাড়ি ফিরছিলেন অভিনেত্রী। সঙ্গে ছিলেন তাঁর কয়েকজন বন্ধু। বাড়ি ফেরার পথেই হামলার শিকার হন তিনি, এমনই অভিযোগ তাঁর। অভিযোগ, 'পুলিশের সামনেই তাঁকে মারধর করা হয়েছে', এমনকি পুলিশকেও হুমকি দেওয়া হয়েছে।

অভিনেত্রীর অভিযোগ, থানায় বিষয়টি মিটমাট করে নিতে বলে পুলিশ। তাতে রাজি না হয়ে ওই ২ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন 'আক্রান্ত' অভিনেত্রী। অভিনেত্রীর বন্ধুদের বিরুদ্ধেও ঝামেলায় জড়ানোর পাল্টা অভিযোগ করেছে পুলিশ। জানা যাচ্ছে, গাড়ি পার্কিং ঘিরে এই গন্ডগোল। ২ পক্ষই পরস্পরের বিরুদ্ধে মারপিটের অভিযোগ করেছে। পুলিশ জানিয়েছে, দায়ের হয়েছে শ্লীলতাহানি- সহ একগুচ্ছ অভিযোগ।

সূত্রের খবর, ঘটনায় অভিনেত্রীর মেডিক্যাল করানো হলে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। হুমকি দেওয়া দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande