রাঁচিতে অটো সহ নকল পনির বাজেয়াপ্ত
রাঁচি, ১৭ জুলাই (হি.স.): ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির সদরের মহকুমা শাসক উৎকর্ষ কুমারের নেতৃত্বে বৃহস্পতিবার ওরমাঞ্জি থানা এলাকা থেকে অবৈধ নকল পনিরের একটি বড় ধরণের চালান বাজেয়াপ্ত করা হয়েছে। নকল পনিরের খবর পেয়ে সদর মহকুমা শাসক উৎকর্ষ কুমারের নেতৃত্বে
রাঁচিতে অটো সহ নকল পনির বাজেয়াপ্ত


রাঁচি, ১৭ জুলাই (হি.স.): ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির সদরের মহকুমা শাসক উৎকর্ষ কুমারের নেতৃত্বে বৃহস্পতিবার ওরমাঞ্জি থানা এলাকা থেকে অবৈধ নকল পনিরের একটি বড় ধরণের চালান বাজেয়াপ্ত করা হয়েছে।

নকল পনিরের খবর পেয়ে সদর মহকুমা শাসক উৎকর্ষ কুমারের নেতৃত্বে খাদ্য সুরক্ষা দল বৃহস্পতিবার তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ব্যবস্থা গ্রহণ করে। নকল পনির অটোতে করে রাঁচিতে আনা হচ্ছিল। প্রাথমিক তদন্তে এটি নিম্নমানের বলে নিশ্চিত হওয়া গেছে। খাদ্য সুরক্ষা ও মান আইন, ২০০৬ এর প্রাসঙ্গিক ধারা অনুসারে আরও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। অটো সহ নকল পনির বাজেয়াপ্ত করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / পাপিয়া




 

 rajesh pande