শিমলা, ১৭ জুলাই(হি.স.) : হিমাচলের শিমলা জেলার ঠিওগের জগোড়া গ্রামে একটি বাড়িতে চুরি করে আগুন লাগিয়ে পালাল দুষ্কৃতীরা। বুধবার রাতের এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বাড়ির মালিক জয়চাঁদ শিমলা বাড়ির বাইরে গিয়েছিলেন। সেই সময়ই ফাঁকা বাড়ির ওপরতলায় আগুন লাগে। আশ্চর্যের বিষয়, ঘরটি ভেতর থেকে বন্ধ ছিল এবং বাড়িতে সিসিটিভিও লাগানো ছিল।
গ্রামবাসীরা ধোঁয়া দেখে দরজা ভেঙে আগুন নেভান। পরে দেখা যায়, সিন্দুক থেকে আনুমানিক প্রায় ৬৫ হাজার টাকা নগদ, সোনার চুড়ি, চেন, আঙটি, ব্রেসলেট ও একটি ইনভার্টার চুরি গেছে। বাড়ির মালিক জয়চাঁদের দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়, পরিকল্পিত চুরি। প্রমাণ লোপাটের জন্যই বাড়িতে আগুন লাগানো হয়েছে। বৃহস্পতিবার এক পুলিশ আধিকারিক জানান, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য