জয়পুর, ১৭ জুলাই(হি.স.) : রাজস্থানে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর। আগামী দু’দিন কোটা, জয়পুর, ভরতপুর-সহ একাধিক জেলায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই এর প্রভাব দেখা দিতে পারে বলে জানানো হয়েছে। তবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অধিকাংশ জেলায় আকাশ আংশিক ছিল।
তবে টানা বৃষ্টির জেরে বিপদের মেঘ ঘনাচ্ছে। বিগত ৭২ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টিজনিত দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২০ জন। বুধবার বুন্দিতে ঝর্ণার জলে ভেসে যায় এক পড়ুয়া। জানা গেছে, সেলফি তোলার সময় পা পিছলে পড়ে যায় সে। আনুমানিক ৮ ঘণ্টা পর উদ্ধার হয় দেহ। টোংক জেলায় এক বৃদ্ধ নদীতে তলিয়ে যান। করৌলি জেলাতেও ডুবে মৃত্যু হয়েছে এক যুবকের। এছাড়াও জয়পুরে জলমগ্ন গর্তে আটকে পড়ে একটি বাস। সে সময় বাসে পড়ুয়ারা ছিল। তাদের নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। প্রসঙ্গত, বিগত ২৪ ঘণ্টায় রাজস্থানের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য