নয়াদিল্লি, ১৭ জুলাই (হি.স.): ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হবে পরবর্তী প্রজন্মের আকাশপথ থেকে নজরদারি ব্যবস্থা ‘অবাক্স’। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে ডিআরডিও-কে ছাড়পত্র দিয়েছে। খরচ ধরা হয়েছে প্রায় ২০ হাজার কোটি টাকা। ডিআরডিও-র নেতৃত্বে তৈরি হবে 'নেত্র এমকে-২' নামের এই পরবর্তী প্রজন্মের হাওয়া-রাডার ব্যবস্থা।
প্রকল্পে এয়ারবাসের এ৩২১ প্ল্যাটফর্মে তৈরি হবে নতুন সিস্টেম। যা তৈরি করবে ডিআরডিও। ডিআরডিও জানা গেছে এতে দেশীয় রাডার, মিশন কন্ট্রোল ও অন্যান্য ব্যবস্থা সংযুক্ত করবে। সহযোগী সংস্থা হিসেবে থাকবে একাধিক ভারতীয় কোম্পানিও। তিন বছরের মধ্যে ছয়টি বড় হাওয়া-রাডার বিমান পাবে বায়ুসেনা। এদের মাধ্যমে নজরদারি ছাড়াও হবে আকাশপথে কমান্ড ও কন্ট্রোল পরিচালনা। সাহায্য করবে একাধিক ভারতীয় সংস্থাও। ভারতের তৈরি ‘নেত্র’ ব্যবস্থাই ২০১৯ সালের বালাকোট অভিযানে আকাশপথে নজরদারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। বর্তমানে ভারতীয় বায়ুসেনার হাতে থাকা তিনটি ‘ফ্যালকন’ সিস্টেম আগেই প্রযুক্তিগত সমস্যায় জর্জরিত। সেই জায়গা পূরণ করতেই এই নতুন প্রকল্প।
এই উদ্যোগ শুধু বায়ুসেনার নজরদারি ক্ষমতা বাড়াবে, ভবিষ্যতে ভারতে তৈরি এই সিস্টেম আন্তর্জাতিক বাজারেও রফতানি করার সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য