পাকিস্তানি ড্রোন থেকে ১৫ প্যাকেট হেরোইন উদ্ধার করল বিএসএফ
চণ্ডীগড়, ১৭ জুলাই (হি.স.) : পাঞ্জাবের ভারত-পাক সীমান্তে পাকিস্তান থেকে ড্রোনে করে ফেলে দিয়ে যাওয়া ১৫ প্যাকেট হেরোইন উদ্ধার করেছে বিএসএফ। উদ্ধার হওয়া ৭.৫ কেজি হেরোইনের আন্তর্জাতিক বাজারে মূল্য কোটি কোটি টাকা। বৃহস্পতিবার বিএসএফ মুখপাত্র জানিয়েছেন
পাকিস্তানি ড্রোন থেকে ১৫ প্যাকেট হেরোইন উদ্ধার করল বিএসএফ


চণ্ডীগড়, ১৭ জুলাই (হি.স.) : পাঞ্জাবের ভারত-পাক সীমান্তে পাকিস্তান থেকে ড্রোনে করে ফেলে দিয়ে যাওয়া ১৫ প্যাকেট হেরোইন উদ্ধার করেছে বিএসএফ। উদ্ধার হওয়া ৭.৫ কেজি হেরোইনের আন্তর্জাতিক বাজারে মূল্য কোটি কোটি টাকা।

বৃহস্পতিবার বিএসএফ মুখপাত্র জানিয়েছেন যে, সাতলুজ নদীর তীরে ফিরোজপুরের হুসেইনি ওয়ালা সীমান্ত সংলগ্ন টেন্ডি ওয়ালা এবং জালোক গ্রামের কাছে একটি চাষের জমি থেকে ১৫ প্যাকেট হেরোইন উদ্ধার করা হয়েছে। রাতের অন্ধকারে পাকিস্তানি ড্রোন করে হেরোইনের প্যাকেট ফেলেছে । ড্রোনটির গতিবিধি সম্পর্কে বিএসএফ আগেই জানতে পেরেছিল। বৃহস্পতিবার সকালে বিএসএফ এবং পুলিশ সংশ্লিষ্ট স্থানে তল্লাশি অভিযান চালায়। হলুদ কাপড়ে মোড়ানো ১৫ প্যাকেট হেরোইন সেখানে পড়ে থাকতে দেখা যায় এবং একটি প্যাকেটের ওজন প্রায় আধা কেজি বলে জানা গেছে। আরও প্যাকেট হেরোইন পাওয়ার সম্ভাবনা থাকায় বিএসএফ অন্যান্য স্থানেও তল্লাশি অভিযান চালিয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande