নয়াদিল্লি, ১৭ জুলাই(হি.স.): দেশের সবচেয়ে পরিচ্ছন্ন বড় শহরের তালিকায় দ্বিতীয় স্থান দখল করল গুজরাটের সুরাট। ‘সুপার স্বচ্ছ লিগ’ বিভাগে এই স্থান অর্জন করে বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন গুজরাটের মন্ত্রী রুশিকেশ প্যাটেল ।
পুরস্কার গ্রহণের পর সুরাট পুরসভার কমিশনার বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত অভিযানের যে দিশা দেখিয়েছেন, তারই পথ ধরে সুরাট পুরসভা জনগণকে নিয়ে অভিযান চালাচ্ছে। বিশেষ করে নারীরা যেভাবে শুকনো ও ভেজা বর্জ্য পৃথক করছেন, তা অনন্য উদাহরণ।’’
তিনি আরও জানান, বর্জ্য থেকে সম্পদ তৈরির লক্ষ্যেই এগোচ্ছে সুরাট। ভাঙচুরের বর্জ্য থেকে নির্মাণসামগ্রী, প্লাস্টিক বর্জ্য রাস্তা তৈরিতে ব্যবহার করা হচ্ছে। সুরাট পুরসভার মেয়র বলেন, ‘‘প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সব কর্মী ও জনপ্রতিনিধির সম্মিলিত প্রচেষ্টাতেই এই সাফল্য এসেছে।’’ এদিন, গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি সুরাটের কৃতিত্বকে রাজ্যের জনগণের সম্মিলিত জয় বলে বর্ণনা করে বলেন, ‘‘যারা দিনরাত শহর পরিষ্কার রাখছেন, তাঁদের আমি ধন্যবাদ জানাই। এই জয় গুজরাটবাসীর।’’ উল্লেখ্য, দেশের ১০ লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট শহরগুলির মধ্যে পরিচ্ছন্নতার শীর্ষে রয়েছে আহমেদাবাদ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য