নয়াদিল্লি, ১৯ জুলাই (হি.স.): সুভাষ প্লেস থানা এলাকায় ডাকাতির ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা। অভিযুক্তের নাম শিবম ওরফে শুভম ওরফে শিবু। অভিযুক্ত এক মাস ধরে পলাতক ছিল। তদন্তে জানা গেছে, অভিযুক্ত তার সহযোগীদের সঙ্গে নিয়ে একটি জুয়েলারি শোরুমের একজন বিক্রেতাকে ছুরি দিয়ে আক্রমণ করে প্রায় ৫০ লক্ষ টাকার সোনা ও রূপার গয়না লুট করেছিল।
পুলিশ জানিয়েছে, গত ১২ জুন সুভাষ প্লেস থানা এলাকায় তিনজন সশস্ত্র দুর্বৃত্ত এক জুয়েলারি বিক্রেতাকে ছুরি দিয়ে আক্রমণ করে তার কাছ থেকে ৫০ লক্ষ টাকার গয়না লুট করেছিল। স্থানীয় পুলিশ এই ঘটনায় মামলা দায়ের করে এবং জড়িত তিন অভিযুক্ত জিতেন্দ্র ওরফে সুজল ওরফে পাসি, বিজয় কুমার এবং বিশালকে গ্রেফতার করে। পরে শিবম ওরফে শুভম পুলিশ হেফাজত থেকে পলাতক হয়েছিল। প্রযুক্তিগত নজরদারির ভিত্তিতে পুলিশ জানতে পারে যে অভিযুক্ত আগ্রায় লুকিয়ে আছে। সেখানে পুলিশ দল একটি ফাঁদ পাতে এবং অভিযুক্তকে ধরে ফেলে। জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত ডাকাতির সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করে।
---------------
হিন্দুস্থান সমাচার / পাপিয়া