বক্সনগর (ত্রিপুরা), ১৯ জুলাই (হি.স.) : সিপাহীজলা জেলার যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ রাজধানীর পূর্ব আগরতলা থানায় নতুন দায়িত্ব গ্রহণের জন্য যাচ্ছেন। সম্প্রতি রাজ্যের ৫৪টি থানার ওসিদের রদবদল করা হয়েছে। এই রদবদল সংক্রান্ত বিজ্ঞপ্তিতে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের নামও রয়েছে। এই প্রেক্ষিতে শনিবার দুপুরে সোনামুড়ার এসডিপিও শচীমোহন দেববর্মার উপস্থিতিতে যাত্রাপুর থানায় এক আবেগঘন পরিবেশে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। যাত্রাপুর থানার অন্যান্য পুলিশ অফিসার, কনস্টেবল, এসপিও জওয়ানরা যৌথভাবে উদ্যোগী হয়ে এই অনুষ্ঠান আয়োজন করেন। সবাই মিলে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে ওসি সুব্রত দেবনাথকে সংবর্ধনা জানান। এই অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট সমাজসেবক, বাজার কমিটির নেতৃত্ব, বুদ্ধিজীবী সহ বহু মানুষ উপস্থিত ছিলেন।
শুরুতেই থানার পুলিশ অফিসার ও কনস্টেবলরা বক্তব্য রাখতে গিয়ে গিয়ে ওসি সুব্রত দেবনাথের অকল্পনীয় প্রশংসা করেন। অনেকের মতে, ওসি সুব্রত দেবনাথ যাত্রাপুর থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় যথেষ্ট সচেষ্ট ছিলেন এবং প্রতি মাসে অন্তত একবার ‘প্রয়াস’ কর্মসূচির আয়োজন করতেন। তাঁর আচার-আচরণ, কাজের ধরণ এবং জনসেবামূলক ভূমিকার জন্য থানার কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে তিনি প্রশংসিত ছিলেন। তাঁর উদ্যোগে থানা এলাকার একমাত্র পুকুরটি সংস্কার করা হয়, যা এক বর্গ কিলোমিটারের মধ্যে একমাত্র জলাশয় হওয়ায় তিনটি পঞ্চায়েত এলাকার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে সেই পুকুরের জল ব্যবহার করা হয়। স্থানীয়দের মতে, এটি একটি বিরল দৃষ্টান্ত।
এছাড়া, ওসি সুব্রত দেবনাথের উদ্যোগে একাধিক ব্যক্তি ও সমাজসেবকদের সহায়তায় কয়েক লক্ষ টাকা ব্যয়ে একটি ত্রিতল আকর্ষণীয় কালীর মন্দির নির্মাণ করা হয়। তিনি এলাকার বিশিষ্ট সমাজসেবী, বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখেছিলেন। শুধু তাই নয়, সমাজের অবহেলিত ও পিছিয়ে থাকা মানুষের প্রতি তাঁর তীক্ষ্ণ নজর ছিল। শনিবার দুপুরে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা স্মরণ করতে গিয়ে বহু উপস্থিত ব্যক্তি আবেগে কেঁদে ফেলেন।
উল্লেখ্য, যাত্রাপুর থানা প্রতিষ্ঠিত হয় ১৯৪৯ সালে। এরপর থেকে এখন পর্যন্ত ৩৩ জন ওসি বদলি হয়েছেন। তবে সুব্রত দেবনাথের বিদায়কে কেন্দ্র করে যে আবেগপূর্ণ ও ভাবগম্ভীর সংবর্ধনা অনুষ্ঠিত হল তা যাত্রাপুর থানার ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা বলে উপস্থিত অনেকে মন্তব্য করেন। সকলের মতে, যাত্রাপুর থানার ইতিহাসে ওসির বদলি উপলক্ষে এমন আবেগঘন অনুষ্ঠান আগে কখনও দেখা যায়নি।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das