রায়পুর, ১৯ জুলাই (হি.স.) : ছত্তিশগড়ের কাঁকের জেলার আতুরগাঁওয়ে গাড়ি দুর্ঘটনায় চার যুবক নিহত হন। শুক্রবার এই গাড়িটি মুরওয়ান্ড থেকে কাঁকের যাচ্ছিল। জাতীয় সড়ক-৩০-এ হঠাৎ সেতুর সাথে গাড়িটি ধাক্কা খেয়ে আগুন ধরে যায়। গাড়িতে থাকা চার যুবক জীবন্ত দগ্ধ হন। দুই যুবকের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার কাঁকের পুলিশের এসডিওপি মহসিন খান জানিয়েছেন, আতুর গ্রামের কাছে সেতু নির্মাণের কারণে রাস্তাটি অন্য দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। দ্রুতগতির কারণে চালক গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ের সাথে ধাক্কা লাগে। সেতুর সাথে ধাক্কা লাগার পর গাড়িতে প্রচণ্ড আগুন ধরে যায়। দুই যুবক ছিটকে পড়েন। গাড়িতে আটকা পড়েন চার যুবক।
তিনি জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই স্থানীয় পুলিশ দল দমকল বাহিনীর সাথে পৌঁছায়। আগুন তাৎক্ষণিকভাবে নিভিয়ে ফেলা হয় এবং মৃতদেহগুলি বের করা হয়। নিহতদের নাম যুবরাজ সোরি (২৪), গাড়ি চালক হেমন্ত, দীপক এবং সুরজ। প্রীতম নেতাম এবং পৃথ্বীরাজ গুরুতরভাবে দগ্ধ হয়েছেন। গাড়িটি কাঁকেরের শান্তি নগরের প্রশান্ত সিনহার বলে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি