হরিশ্চন্দ্রপুর, ১৯ জুলাই (হি. স.) : বোমা বিস্ফোরণ কেঁপে উঠল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার সুলতান নগরের কুশল গ্রাম। শনিবার দুপুরে বোমা বিস্ফোরণ হয়। স্থানীয় একটি আমবাগানের পাশের জমিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আশেপাশে তখন চাষবাসের কাজ করছিলেন অনেকেই। বিস্ফোরণের আওয়াজে তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। বিস্ফোরণস্থলে এসে দেখতে পাওয়া যাচ্ছে আরও পাঁচটি বোমা পড়ে রয়েছে। ঘটনাস্থলে রয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ঘিরে রাখা হয়েছে ঘটনাস্থল। খবর দেওয়া হয়েছে বোম্ব স্কোয়াডকে। এলাকার মানুষের আশঙ্কা চারিদিকে ফাঁকা জমিতে আরও অনেক বোমা মজুদ রয়েছে। পাশাপাশি স্থানীয়দের অভিযোগ,’পাশেই বিহার।
বিজেপির অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে এলাকাকে বারুদের স্তুপে পরিণত করতে চাইছে তৃণমূল। পালটা তৃণমূলের দাবি, বিজেপি শাসিত বিহার থেকে দুষ্কৃতীদের আনা হচ্ছে মালদাকে অশান্ত করার জন্য।
হিন্দুস্থান সমাচার / সোনালি