ইটানগর, ১৯ জুলাই (হি.স.) : অরুণাচল প্রদেশে অবিরাম ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে বিভিন্ন এলাকায় পাহাড়ের জল ও মাটির ধারা গুরুত্বপূর্ণ সড়কে চলে আসছে। একই কারণে সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে লোয়ার সিয়াং ও লেপা রাদা জেলা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনসাধারণকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে উভয় জেলা প্ৰশাসন।
জানা গেছে, দুই জেলার সীমান্তবর্তী গারো এলাকার কাছে একটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় লোয়ার সিয়াং এবং লেপা রাদা জেলার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অতি বৃষ্টির ফলে বাসার-আলো-তিরবিন রুটে যানবাহন চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে। ওই রুট যাতায়াত এবং পণ্য পরিবহণের জন্য একটি গুরুত্বপূর্ণ করিডোর। রাস্তাটি স্থানীয়দের কাছে একটি গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে কাজ করে। বর্তমান পরিস্থিতি নাগরিকদের চলাচল বিপজ্জনক হয়ে পড়ায় উদ্বিগ্ন দুই জেলার মানুষ।
এদিকে, অবিরাম বৃষ্টিপাতের ফলে ভূমিধস এবং বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঝুঁকিপূৰ্ণ পথে জনসাধারণকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে লোয়ার সিয়াং ও লেপা রাদা জেলা প্রশাসন। ইতিমধ্যে জেলা প্রশাসন সকল ভ্রমণকারীদের সতর্কতা এবং তাদের নিরাপত্তার জন্য সরকারি পরামর্শ কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। জরুরি পরিষেবাগুলি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আবহাওয়ার উন্নতি হলে বেহাল রাস্তা মেরামতের কাজ শুরু হবে বলে প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস