পূর্ব সিংভূম, ১৯ জুলাই (হি.স.): চুরির অভিযোগে বিরসানগর থানার পুলিশ শনিবার দুই অভিযুক্তকে গ্রেফতার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে।
ধৃতদের মধ্যে রোহিত কারুয়া (২০) এবং পঙ্কজ হরপাল ওরফে হেনরি (২২)। পুলিশ তাদের কাছ থেকে একটি চুরির গাড়ি, একটি মোবাইল ফোন এবং এক জোড়া কানের দুল উদ্ধার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা বিভিন্ন জায়গা থেকে জিনিসপত্র চুরি করেছিল। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে উভয়কেই গ্রেফতার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে চুরির অন্যান্য ঘটনাও জানা যাবে বলে পুলিশ মনে করছে।
---------------
হিন্দুস্থান সমাচার / পাপিয়া