বেতিয়া, ১৯ জুলাই (হি.স.) : ইলেট্রিক মোটরের সাহায্যে জমিতে সেচ দেওয়ার সময় মোটর তারের সঙ্গে সংযোগ হওয়ার কারণে রাজু রাম এবং নির্মাণের জন্য পিলারের রড কাটার মেশিনে বৈদ্যুতিক তারের সংস্পর্শে কৃষ্ণ নাম এক যুবক মারা যান। প্রথম ঘটনাটি বেতিয়া পুলিশ জেলার লৌরিয়ার গোনাউলি ডুমরা পঞ্চায়েতের বাসিন্দা রাজু রাম এবং পরের ঘটনাতে মাঝাউলিয়ার সরিশ্বার মাহচি গ্রামের বাসিন্দা কৃষ্ণ প্রসাদ মারা গেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / পাপিয়া