লেইক চৌমুহনী বাজারে অস্থায়ী ব্যবসায়ীদের উচ্ছেদ করল পুর নিগমের টাস্ক ফোর্স
আগরতলা, ১৯ জুলাই (হি.স.) : রাজধানী আগরতলা শহরের লেইক চৌমুহনী বাজারে উচ্ছেদ অভিযান চালিয়েছে পুর নিগম৷ শনিবার ভোরের আলো ফুটার আগেই বাজারের অস্থায়ী ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকানপাট ভেঙ্গে দিয়েছে পুর নিগমের টাস্ক ফোর্স৷ এই ঘটনায় হতাশ হয়ে পড়েছেন শতাধিক ক্ষুদ্
লেইক চৌমুহনী বাজারে অস্থায়ী ব্যবসায়ীদের উচ্ছেদ করল পুর নিগমের টাস্ক ফোর্স


আগরতলা, ১৯ জুলাই (হি.স.) : রাজধানী আগরতলা শহরের লেইক চৌমুহনী বাজারে উচ্ছেদ অভিযান চালিয়েছে পুর নিগম৷ শনিবার ভোরের আলো ফুটার আগেই বাজারের অস্থায়ী ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকানপাট ভেঙ্গে দিয়েছে পুর নিগমের টাস্ক ফোর্স৷ এই ঘটনায় হতাশ হয়ে পড়েছেন শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী৷ পুর নিগমের বক্তব্য এই বাজারে শেডঘর নির্মাণ করা হবে৷ অবৈধভাবে যারা ব্যবসা করছেন তাদেরকেই উচ্ছেদ করা হয়েছে৷

এদিকে, ক্ষতিগ্রস্ত দোকানিদের বক্তব্য হচ্ছে কয়েক দশক ধরে এই বাজারে ব্যবসা করেছেন তাদের বাবা দাদারা৷ সেই সুবাধে তারাও সেখানে ব্যবসা করছেন৷ সম্প্রতি পুর নিগমের তরফ একবার উচ্ছেদ করা হয়েছিল৷ তারপর তারা অস্থায়ী ঘর বানিয়ে ব্যবসা শুরু করে৷ নিগমের তরফ থেকে বলা হয় দোকানপাট ভেঙ্গে নেওয়ার জন্য৷

সেই মোতাবেক শুক্রবার বিকালের মধ্যেই ব্যবসায়ারী দোকানপাট ভেঙ্গে নেয়৷ কিছু মালপত্র ছিল যেগুলি নিয়ে শনিবার সকালে বড় ছাতার নীচে বসে বিক্রি করবেন৷ কিন্তু, শনিবার সকালে বাজারে এসে দেখেন কোন কিছুই অবশিষ্ট নেই৷ ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেকেই বলেছেন, স্থায়ীভাবে সেখানে দোকানপাট না করেও তারা ব্যবসা করতে পারবেন৷ শুধু রোদ বৃষ্টি থেকে রেহাই পেতে একটি বড় ছাতা লাগানোর অনুমতি থাকলেই হবে৷ সেই সুযোগটিও দিচ্ছে না পুর নিগম৷

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande