কদমতলা (ত্রিপুরা), ১৯ জুলাই (হি.স.) : দুই দিনব্যাপী কর্মসূচি নিয়ে উত্তর জেলা সফরে আসেন ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার। সফরের দ্বিতীয় দিন শনিবার বাগবাসা মণ্ডলের প্রত্যেকরায় কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় ৫৫-বাগবাসা মণ্ডল মহিলা মোর্চার সাংগঠনিক বৈঠক।
এই সাংগঠনিক বৈঠকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিমি মজুমদার। বিশেষ বক্তা হিসেবে মঞ্চে ছিলেন ৫৫-বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল নাথ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্না নাথ। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি কাজল দাস, মহিলা মোর্চার জেলা সভানেত্রী রূপালী অধিকারী সহ বহু মহিলা কর্মী ও সমর্থক।
সাংগঠনিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে মিমি মজুমদার বলেন, বাগবাসার মানুষ ৪০ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে বিজেপিকে সুযোগ দিয়েছে। এই কেন্দ্র থেকে বিজেপি বিধায়ক হিসেবে যাদব লাল নাথকে নির্বাচিত করে জনগণ প্রমাণ করেছে তারা উন্নয়ন চায়। তিনি আরও বলেন, “মানুষ এখন বুঝে গেছে সিপিএম বা কংগ্রেসের সঙ্গে থেকে কোনও লাভ নেই। উন্নয়ন চাইলে, সুরক্ষিত ভবিষ্যৎ চাইলে বিজেপির হাতই ধরতে হবে। বিজেপি সরকারই মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
বিরোধী সিপিএম ও কংগ্রেসের কড়া সমালোচনা করে মিমি মজুমদার বলেন, “এই দলগুলির কাছে রাজনীতি মানেই স্বার্থসিদ্ধি, আর বিজেপির কাছে রাজনীতি মানেই জনসেবা।” এই সাংগঠনিক বৈঠকে তিনি মহিলাদের বিজেপির শক্তি হিসেবে গড়ে তোলার বার্তাও দেন।
এদিনের সাংগঠনিক বৈঠকে মহিলা কর্মীদের বিপুল উৎসাহ ও উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা দলীয় সংগঠন মজবুত করার পাশাপাশি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক প্রকল্পগুলি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। মহিলা মোর্চার সাংগঠনিক বৈঠকের মাধ্যমে বাগবাসা মণ্ডলে বিজেপির সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার হল বলেই রাজনৈতিক মহলের অভিমত।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ