উদয়পুর রেল স্টেশনে গাঁজা সহ গ্রেফতার গাড়ি চালক
উদয়পুর (ত্রিপুরা), ১৯ জুলাই (হি.স.) : নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল গোমতী জেলার পুলিশ৷ উদয়পুর রেল স্টেশনে গাঁজা সহ এক গাড়ি চালককে গ্রেফতার করা হয়েছে৷ ধৃত ব্যক্তির নাম রাকেশ দাস৷ বাড়ি পালাটানা গ্রামে৷ তাঁর কাছ থেকে পুলিশ ১৯ কোজি ২৭০ গ্রাম শুকনো গাঁজা
ত্রিপুরা পুলিশ


উদয়পুর (ত্রিপুরা), ১৯ জুলাই (হি.স.) : নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল গোমতী জেলার পুলিশ৷ উদয়পুর রেল স্টেশনে গাঁজা সহ এক গাড়ি চালককে গ্রেফতার করা হয়েছে৷ ধৃত ব্যক্তির নাম রাকেশ দাস৷ বাড়ি পালাটানা গ্রামে৷ তাঁর কাছ থেকে পুলিশ ১৯ কোজি ২৭০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করেছে৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তিকে দুটি ব্যাগ সহ আটক করা হয় উদয়পুর রেল স্টেশনে৷ তাঁর ব্যাগে তল্লাসি চালিয়ে শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে৷ তাঁর বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলছে৷

এদিকে, ধৃত রাকেশ দাস জানিয়েছেন, তিনি গাড়ি নিয়ে যাচ্ছিলেন৷ গাড়িতে কোন যাত্রী ছিল না৷ রাস্তায় এক ব্যক্তি তাঁকে গাড়ি থামানোর জন্য হাত দেখান৷ সাথে সাথেই তিনি গাড়ি থামান৷ ওই যাত্রী বলেন উদয়পুর রেল স্টেশনে যাবেন৷ বিনিময়ে একশ টাকা দেবেন৷ সেই মত রাকেশ দাস ওই যাত্রীকে গাড়িতে তুলে রেল স্টেশনের উদ্দেশ্য রওয়ানা দেন৷ স্টেশনে গিয়ে গাড়ি থেকে নেমে ওই যাত্রী বলেন যেহেতু ট্রেন চলে আসাছে তিনি দৌঁড়ে গিয়ে টিকিট কাটবেন আর ব্যাগগুলি যাতে রাকেশ দাস নিয়ে তার পিছনে পিছেনে আসেন৷

ব্যাগের প্রকৃত মালিক স্টেশনের ভিতরে চলে যায়৷ রাকেশ দাসে তাকে খুঁজে পাচ্ছিলেন না৷ তাঁর কাছে তখন দুটি ব্যাগ ছিল৷ কিন্তু, ব্যাগের ভিতরে কি রয়েছে তা জানতেন না রাকেশ দাস৷ স্টেশনের ভিতরে পুলিশ রাকেশ দাসকে আটক করে৷ তারপর ব্যাগে তল্লাসি চালিয়ে গাঁজা উদ্ধার করা হয়৷

রাকেশ দাসের দাবি, তিনি গাঁজার বিষয়ে কিছুই জানেন না৷ যাত্রী হিসেবে ওই ব্যক্তি গাড়িতে উঠেছিলেন একশ টাকা ভাড়ার বিনিময়ে৷ রাকেশ দাস জানিয়েছেন, তিনি ওই ব্যক্তির ফোন নম্বর রেখেছিলেন৷ প্রয়োজনে ফোন করে কথা বলতে পারে পুলিশ৷ স্বাভাবিকভাবেই ওই ব্যক্তি মোবাইলের সুইচ অফ করে দিয়েছেন৷ রাকেশ দাস আরও জানিয়েছেন, পুলিশ যখন তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করছিল রেল স্টেশনে তখন ওই ব্যক্তি রেলের শেষ বগিতে উঠে চলে যায় তার চোখের সামনেই৷

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande