ধুবড়িতে আগ্নেয়াস্ত্র সহ বিপুল পরিমাণের মাদক উদ্ধার, গ্রেফতার দুই
ধুবড়ি (অসম), ২০ জুলাই (হি.স.) : ধুবড়িতে আগ্নেয়াস্ত্র সহ বিপুল পরিমাণের মাদক উদ্ধার করেছে পুলিশ। মাদক পাচারের অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে গৌরীপুর থানার পুলিশ খুদিমারি পার্ট-১ গ্রামের বাসিন্দা জনৈক সমর শর্মার বাড়িতে অভিয
ধুবড়িতে আগ্নেয়াস্ত্র সহ মাদক উদ্ধার, গ্রেফতার দুই


ধুবড়ি (অসম), ২০ জুলাই (হি.স.) : ধুবড়িতে আগ্নেয়াস্ত্র সহ বিপুল পরিমাণের মাদক উদ্ধার করেছে পুলিশ। মাদক পাচারের অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে গৌরীপুর থানার পুলিশ খুদিমারি পার্ট-১ গ্রামের বাসিন্দা জনৈক সমর শর্মার বাড়িতে অভিযান চালায়। অভিযানে একটি এয়ারগান, একটি ৫.৫৬ মিমি গুলির কন্টেইনার, পাখি মারার জন্য ব্যবহৃত ‘মাউসার-লাইক’ একটি পিস্তল এবং অবৈধ কারবারের জন্য ব্যবহৃত তিনটি মোবাইল ফোনের হ্যান্ডসেট।

অবৈধ কৰ্মকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে খুদিমারির সমর শর্মা এবং ঝাগড়াপাড় এলাকার সুরজ প্রসাদকে হেফাজতে নিয়ে গৌরীপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। থানায় প্রাথমিক জেরায় তারা এই অঞ্চলে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। স্বীকারোক্তির ভিত্তিতে উভয় অভিযুক্তকে মাদক আইনের সুনির্দিষ্ট ধারায় গ্রেফতার করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande