একুশে জুলাইয়ের প্রস্তুতি পরিদর্শনে ধর্মতলার সভামঞ্চে অনুব্রত
কলকাতা, ২০ জুলাই (হি.স.): একুশে জুলাইয়ের আগে রবিবার বিকেলে ধর্মতলার সভাস্থলে গেলেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। ঘুরে দেখলেন শেষবেলার প্রস্তুতি। তবে এদিন একুশের সমাবেশ নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি তিনি। রবিবার বিকেল ৫টার কিছু আগে ধর্মতলায়
একুশে জুলাইয়ের প্রস্তুতি পরিদর্শনে ধর্মতলার সভামঞ্চে অনুব্রত


কলকাতা, ২০ জুলাই (হি.স.): একুশে জুলাইয়ের আগে রবিবার বিকেলে ধর্মতলার সভাস্থলে গেলেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। ঘুরে দেখলেন শেষবেলার প্রস্তুতি। তবে এদিন একুশের সমাবেশ নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি তিনি। রবিবার বিকেল ৫টার কিছু আগে ধর্মতলায় তৃণমূলের মঞ্চের কাছে ব্যারিকেড ঘেরা এলাকায় দেখা যায় তাঁকে। প্রথমে তিনি সভাস্থলে ঢুকতে চাইছিলেন। কিন্তু প্রাথমিকভাবে নিরাপত্তারক্ষীরা বীরভূমের তৃণমূল নেতাকে ব্যারিকেডের বাইরেই দাঁড়াতে বলেন। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করেন কেষ্ট। মিনিট কুড়ি পর সভাস্থলে যাওয়ার অনুমতি মেলে। তারপর তিনি ভিতরে প্রবেশ করে মঞ্চে উঠে চেয়ারে বসেন। সেইসঙ্গে খতিয়ে দেখেন সভার প্রস্তুতি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande