কলকাতা, ২০ জুলাই (হি. স.) : কেন্দ্রীয় সরকারের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে পরপর মৃত্যুর ঘটনায় উদ্বেগ সর্বস্তরে। আই আই টি খড়গপুরে রাজেন্দ্র প্রসাদ হল নামাঙ্কিত ছাত্র আবাসনের মধ্যেই চতুর্থ বর্ষের এক ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনায় অধিকর্তাকে রবিবার এক চিঠি দিল কংগ্রেস। ঘটনায় প্রকাশ, মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ঋতম মন্ডলের (২১) অস্বাভাবিক মৃত্যু হয়। তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। আবাসিকদের মৃতদেহ ঝুলছে হস্টেলের মধ্যেই ? এর পরিপ্রেক্ষিতেই অবিলম্বে হস্তক্ষেপ দাবি ও দ্রুত কিনারার জন্যে এদিন চিঠি পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের লিখিত চিঠি পৌঁছেছে। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত এই নিয়ে চতুর্থ ঘটনায় উদ্বেগ বাড়ছে। একের পর এক পড়ুয়াদের মৃত্যুতে হেলদোল নেই কর্তৃপক্ষের, কেন! তাঁকে লেখা চিঠিতে এছাড়াও একাধিক প্রশ্ন তোলা হয়েছে। যেমন - ওই শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ, মানসিক শান্তি, পড়াশোনার চাপ ইত্যাদি যুক্ত রয়েছে কিনা তা যেমন খতিয়ে দেখা দরকার তেমনি কাউন্সেলিং ও প্রয়োজন রয়েছে। রুটিন শোকপ্রকাশ তো দায়সারা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ওই নামী শিক্ষা প্রতিষ্ঠানের। স্বচ্ছতা বজায় রাখতে ও দ্রুত পর্যালোচনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত