দুর্গাপুর, ২০ জুলাই (হি. স.): কাঁকসা হাটে মোবাইল চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ল দুই কিশোর। রবিবার সকালে বাজার চলাকালীন ঘটনাটি ঘটে। হাতে-নাতে ধরা পড়ার পর চোরদের বেঁধে বেধড়ক মারধর করে ক্ষিপ্ত জনতা। পরে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের বাসিন্দা তরুণ দত্ত ওইদিন সকালে সবজি কিনতে গিয়েছিলেন। সেই সময় তিনি বুঝতে পারেন, এক কিশোর তাঁর পকেট থেকে মোবাইল বের করে দিচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি চোরের হাত ধরে ফেলেন। তবে ওই কিশোর মোবাইলটি সঙ্গে থাকা আরও এক যুবকের হাতে তুলে দিয়ে পালানোর চেষ্টা করে। তরুণবাবুর চিৎকারে আশপাশের মানুষ জড়ো হয়ে যায়। ধাওয়া করে দুই কিশোরকে ধরে ফেলা হয় এবং মাঠের ধারে একটি গোলপোস্টে বেঁধে গণধোলাই দেওয়া হয়।
খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতার হাত থেকে দু’জনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযুক্তদের সঙ্গে আরও তিনজন ছিল, যারা পরিস্থিতি বেগতিক দেখে চম্পট দেয়। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি ঝাড়খণ্ড থেকে মোবাইল চোরের একটি চক্র দুর্গাপুর, পানাগড় ও বুদবুদ এলাকায় সক্রিয় হয়ে উঠেছে। হাটের দিনে ভিড়ের সুযোগ নিয়ে পকেট মেরে তারা পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, ধৃতদের জেরা করে বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা