বিদেশ সফর থেকে ফিরে রেওয়ায় পৌঁছাবেন মুখ্যমন্ত্রী মোহন যাদব
রেওয়া, ২০ জুলাই (হি.স.): আজ রবিবার একদিনের সফরে রেওয়ায় আসবেন মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব। মুখ্যমন্ত্রী তাঁর সাত দিনের বিদেশ সফর থেকে দেশে ফিরছেন। তিনি দিল্লি থেকে সরাসরি রেওয়ায় পৌঁছাবেন। নির্ধারিত কর্মসূচি অনুসারে, মুখ্যমন্ত্রী ডঃ যাদব দুপুর ২.৪
বিদেশ সফর থেকে ফিরে রেওয়ায় পৌঁছাবেন মুখ্যমন্ত্রী মোহন যাদব


রেওয়া, ২০ জুলাই (হি.স.): আজ রবিবার একদিনের সফরে রেওয়ায় আসবেন মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব। মুখ্যমন্ত্রী তাঁর সাত দিনের বিদেশ সফর থেকে দেশে ফিরছেন। তিনি দিল্লি থেকে সরাসরি রেওয়ায় পৌঁছাবেন।

নির্ধারিত কর্মসূচি অনুসারে, মুখ্যমন্ত্রী ডঃ যাদব দুপুর ২.৪৫ মিনিটে নয়াদিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছাবেন এবং বিকেল ৩.১৫ মিনিটে বিমানে এখান থেকে রওনা হবেন এবং বিকাল ৪.৩০ মিনিটে রেওয়া বিমানবন্দর চোরহাটা পৌঁছাবেন। মুখ্যমন্ত্রী রেওয়ায় স্থানীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং সন্ধ্যা ৬.১৫ মিনিটে বিমানবন্দর রেওয়া থেকে বিমানে রওনা হয়ে সন্ধ্যা ৭.১০ মিনিটে ভোপাল পৌঁছাবেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী ডঃ যাদবের শ্বশুর ব্রহ্মদীন যাদব রেওয়ায় মারা যান। মুখ্যমন্ত্রী ডঃ যাদব সেসময় বিদেশ সফরে ছিলেন। তাঁর স্ত্রী সীমা যাদবও তাঁর সঙ্গে বিদেশ সফরে ছিলেন। সেই কারণেই আজ বিদেশ সফর থেকে ফিরে মুখ্যমন্ত্রী ডঃ যাদব সরাসরি রেওয়ায় পৌঁছাবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / পাপিয়া




 

 rajesh pande