বরেলি, ২০ জুলাই (হি.স.) : কর্তব্যরত এক হোমগার্ডকে গাড়ির বনেটে ঝুলিয়ে টেনে নিয়ে যাওয়ার অভিযোগে রবিবার কোতোয়ালি পুলিশ ওই অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযোগ, ট্রাফিক ডিউটিতে কর্তব্যরত একজন হোমগার্ডকে গাড়ির বনেটে ঝুলিয়ে সাড়ে চার কিলোমিটার ধরে টেনে নিয়ে যায়। অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে টিএসআই গজেন্দ্র সিং এবং হোমগার্ড অজিত কুমার চৌফুলা মোড়ে কর্তব্যরত ছিলেন। একটি দ্রুতগামী গাড়ি ওয়ান-ওয়েতে ঢুকে পড়লে হোমগার্ড অজিত তাকে থামানোর চেষ্টা করে। অভিযুক্ত যুবক গাড়ির গতি আরও বাড়িয়ে দেয়। হোমগার্ড গাড়ির বনেটে উঠে পড়ে এবং গাড়িচালক তাকে সুগার মিল রোড থেকে সাড়ে চার কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যেতে থাকে। এই সময়, ট্রাফিক পুলিশের গাড়িটি ধাওয়া করলে গাড়িটিকেও ধাক্কা দেওয়ার চেষ্টা করা হয়। এরপর হোমগার্ড অজিত কুমার লাফিয়ে পড়ে তার জীবন বাঁচান। এই ঘটনায় সিসিটিভির মাধ্যমে অভিযুক্ত গাড়ি চালককে শনাক্ত করে তাকে ধরার জন্য তল্লাশি অভিযান রবিবার তাকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টা, সরকারি কাজে বাধা এবং সরকারি সম্পত্তির ক্ষতির মতো গুরুতর ধারায় মামলা দায়ের করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / পাপিয়া