নদীতে ডুবে একজনের মৃত্যু
খুন্তি, ২০ জুলাই (হি.স.): শনিবার রাতে নদীর দিকে যাওয়ার সময় জলের তীব্র স্রোতে ভেসে যান। লাতাউলি গ্রামের বাসিন্দারা তা দেখে বাঁচাতে জলে নেমে টেনে বের করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়ে যায়। শনিবার তাপকারা থানা এলাকার বুদুন্ডয় নদীতে ঘটনাটি
নদীতে ডুবে একজনের মৃত্যু


খুন্তি, ২০ জুলাই (হি.স.): শনিবার রাতে নদীর দিকে যাওয়ার সময় জলের তীব্র স্রোতে ভেসে যান। লাতাউলি গ্রামের বাসিন্দারা তা দেখে বাঁচাতে জলে নেমে টেনে বের করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়ে যায়। শনিবার তাপকারা থানা এলাকার বুদুন্ডয় নদীতে ঘটনাটি ঘাটে।

রবিবার সদর হাসপাতালে ময়নাতদন্তের পর পুলিশ মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার খবর পেয়ে, তোরপার বিধায়ক সুদীপ গুড়িয়া রবিবার সুবি লাতাউলি গ্রামে পৌঁছে জনের পরিবারের সাথে দেখা করে তাদের সান্ত্বনা দেন। তিনি পরিবারকে খাদ্য সামগ্রীও তুলে দেন। তিনি প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলে পরিবারকে তাৎক্ষণিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন।

---------------

হিন্দুস্থান সমাচার / পাপিয়া




 

 rajesh pande