বরেলি, ২০ জুলাই (হি.স.): শনিবার গভীর রাতে মীরগঞ্জ থানা এলাকায় পুলিশ ও দুষ্কৃতীদের মধ্যে সংঘর্ষে দুজনকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশের পাল্টা গুলি এক দুষ্কৃতীর পায়ে লাগে এবং তার সহযোগীকে ঘটনাস্থল থেকে পুলিশ গ্রেফতার করে। ধৃত দুই অভিযুক্তের বিরুদ্ধে শহরে ডাকাতির করার অভিযোগ রয়েছে। যদিও তাদের আরও দুই সহযোগী অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। অভিযুক্তদের কাছ থেকে পিস্তল, কার্তুজ সহ বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মীরগঞ্জ শহরের মহল্লা শেখুপুরার বাসিন্দা আব্দুল আতিক কয়েকদিন আগে অভিযোগ দায়ের করেছিলেন যে চারজন অজ্ঞাত দুষ্কৃতী তাকে মারধর করে ২৫,০০০ টাকা লুট করে। একই ঘটনার পর তদন্তকারী মীরগঞ্জ থানা শনিবার রাতে খবর পায় যে নল নগরিয়া তিরহার কাছে একটি ইকো গাড়িতে কিছু সন্দেহভাজন যুবক বসে আছে। ঘটনাস্থলে পুলিশকে দেখে দুষ্কৃতীরা গুলি চালাতে শুরু করে। পুলিশ পাল্টা জবাব দিলে শীশগড়ের মদনপুরের বাসিন্দা সত্যপাল ওরফে পাপ্পু সাইনি (২৫) ডান পায়ে গুলিবিদ্ধ হন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সহযোগী বিজেন্দ্র ওরফে বীরেন্দ্রকেও গ্রেফতার করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / পাপিয়া