ফের নিম্নচাপের ভ্রুকুটি, ২৩ জুলাই থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে
কলকাতা, ২০ জুলাই (হি.স.): উত্তর বঙ্গোপসাগরের উপর আবারও নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ওই নিম্নচাপ অঞ্চলের প্রভাবে আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ জুলাই নাগাদ উত্তর বঙ্গ
সক্রিয় ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস


কলকাতা, ২০ জুলাই (হি.স.): উত্তর বঙ্গোপসাগরের উপর আবারও নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ওই নিম্নচাপ অঞ্চলের প্রভাবে আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ জুলাই নাগাদ উত্তর বঙ্গোপসাগরে আবার তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। সেই কারণে ২৩ জুলাই থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে।

রবিবাসরীয় সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি। ২১ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, বিক্ষিপ্তভাবেই বৃষ্টি হবে। তবে, আগামী বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পরের দিন এই জেলাগুলির পাশাপাশি হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেখানেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande