ত্রিপুরায় পরিকাঠামো উন্নয়নে ব্যয় করা হবে ৭ হাজার কোটি টাকা : মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ জুলাই (হি.স.) : রবিবার আগরতলা পুর নিগমের ৩২ ও ৩৪নং ওয়ার্ডের অন্তর্গত গাঙ্গাইল রোড, মেলারমাঠ, অফিসলেন, জয়নগর, দশমিঘাট ইতাদি এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয় তিনি বলেন, ৭
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা


আগরতলা, ২০ জুলাই (হি.স.) : রবিবার আগরতলা পুর নিগমের ৩২ ও ৩৪নং ওয়ার্ডের অন্তর্গত গাঙ্গাইল রোড, মেলারমাঠ, অফিসলেন, জয়নগর, দশমিঘাট ইতাদি এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয় তিনি বলেন, ৭ হাজার কোটি টাকা ব্যয়ে সমগ্র রাজ্যে পরিকাঠামোর উন্নয়ন করা হবে।

মুখ্যমন্ত্রী বলেন, উন্নয়নমূলক কাজের মধ্যদিয়েই আগরতলা শহরকে একটা উন্নত শহরে পরিণত করা হবে। এই মুহূর্তে উন্নয়নের নানা কাজ চলেছে। আগরতলায় হবে আরো উড়াল পুল, হবে জি-১৬ ক্যাটাগরির পেন্ডুলাম বিন্ডিং কমপ্লেক্স। এছাড়াও হবে ইস্টার্ণ ও ওয়েস্টার্ণ বাইপাস, ফাইভ স্টার হোটেল ইত্যাদি।

তিনি বলেন, রাজ্যের বর্তমান সরকার কাজের মধ্যদিয়েই মানুষের মধ্যে জায়গা করে নিতে চায়। এই সরকারের মূল লক্ষ্য হচ্ছে মানুষের জন্য কাজ করা। প্রতিটি এলাকায় উন্নত পরিকাঠামো গড়ে তোলা। অতীতে আগরতলা পুর এলাকায় দীর্ঘ বছর ধরে পরিকল্পনা মাফিক কোন কাজ না হওয়ায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বর্তমান সরকার পরিকাঠামোর উন্নয়নের মধ্যদিয়ে সমস্যাগুলি সমাধানের চেষ্টা করছে।

পরিদর্শন কালে মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের সিইও ডাঃ শৈলেশ কুমার যাদব, স্বাস্থ্য দফতরের সচিব কিরণ গিত্যে, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডাঃ বিশাল কুমার, পুর নিগমের কমিশনার দিলীপ কুমার চাকমা এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande