বিদ্যুতের স্মার্ট মিটার নিয়ে বিরোধীরা জনগণকে বিভ্রান্ত করছে : বিজেপি সভাপতি
আগরতলা, ২০ জুলাই (হি.স.) : রবিবার আগরতলায় বিজেপির সদর দফতরে এক সংবাদ সম্মেলনে দলের প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য্য রাজ্যজুড়ে স্মার্ট মিটার স্থাপনের জন্য সরকারের প্রচেষ্টার পক্ষে বক্তব্য রাখেন। তিনি বিরোধী দলগুলির তীব্র সমালোচনা
বিজেপি প্রদেশ সভাপতি


আগরতলা, ২০ জুলাই (হি.স.) : রবিবার আগরতলায় বিজেপির সদর দফতরে এক সংবাদ সম্মেলনে দলের প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য্য রাজ্যজুড়ে স্মার্ট মিটার স্থাপনের জন্য সরকারের প্রচেষ্টার পক্ষে বক্তব্য রাখেন। তিনি বিরোধী দলগুলির তীব্র সমালোচনা করেন। পাশাপাশি তিনি বিরোধীদের বিরুদ্ধে এই আধুনিক পরিকাঠামোগত উদ্যোগ সম্পর্কে ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার এবং ইচ্ছাকৃতভাবে জনগণকে বিভ্রান্ত করার অভিযোগ করেন।

রাজীব ভট্টাচার্য্য বলেন, “সিপিআই(এম) এবং কংগ্রেসের মত দলগুলি বর্তমান সরকারের আনা উন্নয়ন ও অগ্রগতি মেনে নিতে পারছে না। তারা জনগণকে বিভ্রান্ত করছে এবং ভিত্তিহীন প্রচারের মাধ্যমে স্মার্ট মিটার উদ্যোগের বিরোধীতা করছে।”

রাজীব ভট্টাচার্য্য স্পষ্ট করে বলেন যে স্মার্ট মিটার স্থাপন বিদ্যুৎ (ভোক্তা অধিকার) বিধি, ২০২০ অনুসারে পরিচালিত হচ্ছে। তাতে সকল বিদ্যুৎ গ্রাহকের জন্য এর ব্যবহার বাধ্যতামূলক। তিনি জোর দিয়ে বলেন, স্মার্ট মিটারগুলি আরও সঠিক রিডিং প্রদান, স্বচ্ছতা এবং উন্নত পরিষেবা সরবরাহ সক্ষম করে নাগরিকদের উপকারের জন্য ডিজাইন করা হয়েছে। তিনি এই উদ্যোগকে ই-অফিসের মত অন্যান্য দফতরের ডিজিটাইজেশন প্রচেষ্টার সাথে তুলনা করেছেন। যার লক্ষ্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্বচ্ছতা এবং দক্ষতা আনা।

বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য্য এদিন সিপিআই(এম) এবং কংগ্রেসের অধীনে অতীতের শাসনব্যবস্থা নিয়ে তীব্র আক্রমণ করে অসংখ্য খুন এবং দুর্নীতির ঘটনা উল্লেখ করেন। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, পূর্ববর্তী বামফ্রন্ট সরকারের ২৫ বছরের শাসন ব্যবস্থায় অপরাধমূলক কার্যকলাপ এবং ক্ষমতার ব্যাপক অপব্যবহারের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন ত্রিপুরাবাসী।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande