ছোট পদক্ষেপগুলি সমাজে বড় প্রভাব ফেলতে পারে : মন্ত্রী বিকাশ
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ২০ জুলাই (হি.স.) : রবিবার খোয়াই জেলার ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের নয়নপুর বাজারে সূচনা হল সামাজিক উন্নয়নমূলক উদ্যোগের। ক্ষুদ্র ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী সান্ধ্যকালীন বাজারে আলোর ব্যবস্থার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে
মন্ত্রী বিকাশ দেববর্মা


তেলিয়ামুড়া (ত্রিপুরা), ২০ জুলাই (হি.স.) : রবিবার খোয়াই জেলার ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের নয়নপুর বাজারে সূচনা হল সামাজিক উন্নয়নমূলক উদ্যোগের। ক্ষুদ্র ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী সান্ধ্যকালীন বাজারে আলোর ব্যবস্থার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে সোলার স্টিক লাইটের উদ্বোধন করলেন ত্রিপুরার জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা।

এই প্রকল্পটি ‘উজ্জীবন’ ও ‘পরিণাম ফাউন্ডেশন’-এর যৌথ উদ্যোগে গৃহীত ‘ছোটে কদম’ কর্মসূচির অংশ। ছোট ছোট পদক্ষেপের মধ্য দিয়ে সমাজে স্থায়ী এবং ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অনুষঠানের সূচনা করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ধনঞ্জয় দাস, গোপাল দাস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, “ছোট পদক্ষেপগুলি সমাজে বড় প্রভাব ফেলতে পারে। নয়নপুর বাজারে সোলার স্টিক লাইট স্থাপন তারই এক উদাহরণ। কৃষ্ণপুরবাসীর বহুদিনের দাবি অনুযায়ী খুব শীঘ্রই এই এলাকায় একটি পুলিশ ফাঁড়ির নির্মাণ কাজ শুরু হতে চলেছে। পাশাপাশি, কৃষ্ণপুর এবং আশপাশের এলাকায় চিকিৎসা পরিষেবার উন্নয়নের জন্য একটি নতুন হাসপাতাল স্থাপনের পরিকল্পনাও নেওয়া হচ্ছে।”

মন্ত্রী বিকাশ দেববর্মা ‘উজ্জীবন’ ও ‘পরিণাম ফাউন্ডেশন’-এর যৌথ প্রচেষ্টার প্রশংসা করেন এবং এই প্রকল্পে সহযোগিতার জন্য স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানান। এই ছোট পদক্ষেপই আগামী দিনে বৃহত্তর সামাজিক পরিবর্তনের ভিত্তি গড়ে তুলবে বলে আশাবাদী সকলেই। অনুষ্ঠানের পরে নয়নপুর বাজারে এক পের মা কি নাম এই কর্মসূচিতে বৃক্ষরোপণ করেন মন্ত্রী বিকাশ দেববর্মা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande