৪৮ ঘণ্টায় রামকৃষ্ণনগরে সংগঠিত ডাকাতি-মামলার সমাধান শ্রীভূমি পুলিশের, গ্রেফতার চার, উদ্ধার নগদ টাকা ও স্বর্ণালঙ্কার
শ্রীভূমি (অসম), ২০ জুলাই (হি.স.) : ৪৮ ঘণ্টায় শ্ৰীভূমি জেলার অন্তর্গত রামকৃষ্ণনগরে সংগঠিত ডাকাতি-মামলার সমাধান করেছে অসম পুলিশ। সংগঠিত ডাকাতির সঙ্গে জড়িত অভিযোগে চারজনকে গ্রেফতার করার পাশাপাশি উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত নগদ টাকা ও স্বর্ণালঙ্কার। বাজেয়
রামকৃষ্ণনগরে ডাকাতি-মামলায় গ্রেফতার চার, উদ্ধার নগদ টাকা ও স্বর্ণালঙ্কার


শ্রীভূমি (অসম), ২০ জুলাই (হি.স.) : ৪৮ ঘণ্টায় শ্ৰীভূমি জেলার অন্তর্গত রামকৃষ্ণনগরে সংগঠিত ডাকাতি-মামলার সমাধান করেছে অসম পুলিশ। সংগঠিত ডাকাতির সঙ্গে জড়িত অভিযোগে চারজনকে গ্রেফতার করার পাশাপাশি উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত নগদ টাকা ও স্বর্ণালঙ্কার। বাজেয়াপ্ত করা হয়েছে ডাকাতিতে ব্যবহৃত ধারালো অস্ত্রশস্ত্র।

গত বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোররাতে শ্রীভূমি জেলার অন্তর্গত রামকৃষ্ণনগর থানাধীন চামেলা গ্রামের বাসিন্দা জনৈক রাহুল পাল ও রাজদীপ পালের বাড়িতে এক দুঃসাহসী ডাকাতির ঘটনা সংগঠিত হয়েছিল। গৃহস্থ সহ তাঁদের স্ত্রী ও ছেলেমেয়ের মারধর করে, হাত-পা বেঁধে সোনার অলঙ্কার এবং নগদ দেড় লক্ষ টাকা লুটে নিয়েছিল পাঁচ-ছয়জনের ডাকাত দল।

ঘটনার পর শ্রীভূমির পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে ডাকাত দলকে পাকড়াও করতে স্নিফার ডগ নিয়ে তদন্ত-অভিযান চালায় অতিরিক্ত পুলিশ সুপার সহ স্পেশাল পুলিশের দল।

আজ রবিবার সফল অভিযানের তথ্য দিতে গিয়ে পুলিশ সুপার পার্থপ্রতিম দাস জানান, রাহুল পাল ও রাজদীপ পালের বাড়িতে সংঘটিত দুঃসাহসিক ডাকাতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত চার ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার দুদিনের মধ্যে রামকৃষ্ণনগর এলাকার বাসিন্দা চার ডাকাত যথাক্রমে তাপস পাল (২৮), বাপ্পি পাল (২৬), টুটন দাস এবং সৌরভ পালকে গ্রেফতার করেছেন তাঁরা। প্রাথমিক তদন্তে মোট সাতজন সংগঠিত ডাকাতির সঙ্গে জড়িত বলে ধারণা করছেন তাঁরা, জানান তিনি। জানান, বাকি তিনজনকে ধরতে অভিযান চলছে।

সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার পার্থপ্রতিম দাস পুলিশ দলের দ্রুত এবং সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করে জানান, জিজ্ঞাসাবাদে প্ৰদত্ত বয়ান অনুযায়ী অভিযুক্ত ডাকাতদের বাড়ি থেকে লুট করা সোনার গয়না এবং নগদ ১,৪৩ লক্ষ টাকা সহ উল্লেখযোগ্য প্রমাণিক তথ্যাদি উদ্ধার করা হয়েছে। এছাড়া বাজেয়াপ্ত করা হয়েছে ডাকাতিতে ব্যবহৃত ধারালো অস্ত্রশস্ত্র।

তিনি জোর দিয়ে বলেন, জননিরাপত্তা বজায় রাখা পুলিশে সর্বোচ্চ অগ্রাধিকার। আশ্বাস দিয়ে পুলিশ সুপার বলেন, সমস্ত অপরাধীদের বিচারের আওতায় আনার ক্ষেত্রে কোনও কসরত করা হবে না।

এদিকে গ্ৰেফতারকৃত চার ডাকাতকে আজ রবিবার শ্রীভূমির মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ।

প্ৰসঙ্গত, গ্রেফতারকৃত আসামীদের একজন তুতন দাস নাকি ডাকাতি মামলার মাস্টারমাইন্ড। সে আবার বিজেপি যুব মোর্চার সদস্যও।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande