সমাপ্ত অসম বিজেপির দুদিবসীয় চিন্তন বৈঠক, অংশগ্রহণ দলের শীর্ষ নেতৃবর্গ সহ রাজ্যের সব মন্ত্রী-বিধায়ক
গুয়াহাটি, ২০ জুলাই (হি.স.) : আজ রবিবার সমাপ্ত হয়েছে ভারতীয় জনতা পাৰ্টির অসম প্রদেশ কমিটির দুদিবসীয় গুরুত্বপূৰ্ণ চিন্তন বৈঠক। বৈঠকে দলের শীৰ্ষ নেতাবর্গ সহ অংশগ্ৰহণ করেছেন রাজ্যের সব মন্ত্রী এবং বিধায়কগণ। আগামী বছর রাজ্য বিধানসভা নিৰ্বাচন। আসন্ন নির্
অসম বিজেপির দুদিবসীয় চিন্তন বৈঠকে অংশগ্রহণকারীগণ


গুয়াহাটি, ২০ জুলাই (হি.স.) : আজ রবিবার সমাপ্ত হয়েছে ভারতীয় জনতা পাৰ্টির অসম প্রদেশ কমিটির দুদিবসীয় গুরুত্বপূৰ্ণ চিন্তন বৈঠক। বৈঠকে দলের শীৰ্ষ নেতাবর্গ সহ অংশগ্ৰহণ করেছেন রাজ্যের সব মন্ত্রী এবং বিধায়কগণ।

আগামী বছর রাজ্য বিধানসভা নিৰ্বাচন। আসন্ন নির্বাচনে দলীয় রণকৌশল নিয়ে বিস্তর আলোচনা হয়েছে দুদিনের চিন্তন বৈঠকে। চিন্তন বৈঠকে দলের সবলীকরণ, রণকৌশল, রাজ্যে দলীয় কাজকর্মের সম্প্ৰসারণ ইত্যাদি প্রাসঙ্গিক বিষয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। এছাড়া আসন্ন বিধানসভা নিৰ্বাচনকে মাথায় রেখে ঘরে ঘরে গিয়ে জনসম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে বৈঠকে।

দুদিনের বৈঠকে দলের প্রদেশ সভাপতি তথা সাংসদ দিলীপ শইকিয়া এবং মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা সব মন্ত্রী-বিধায়কদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, এবারের বিধানসভা নির্বাচনে কাজের নিরিখে টিকিট প্রদান করা হবে। বিদ্যমান মন্ত্রী এবং বিধায়কদের পারফর্মেন্স দেখে, যোগ্যতার ভিত্তিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য টিকিট প্রদান করবে দল। এছাড়া রাজ্যে বিরোধী দলগুলিকে মোকাবিলা করতে কিছু কৌশল নিয়েছে প্রদেশ বিজেপি।

দুদিনের বৈঠকে প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া ও মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা ছাড়াও অংশগ্ৰহণ করেছেন দলের সর্বভারতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক বিএল সন্তোষ, কেন্দ্ৰীয় মন্ত্ৰী তথা অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সৰ্বানন্দ সনোয়াল, অসমে দলের প্ৰভারী হরিশ দ্বিবেদী, রাষ্ট্ৰীয় মুখপাত্ৰ তথা উত্তর-পূর্বাঞ্চলে দায়িত্বপ্রাপ্ত কো-অর্ডিনেটর ড. সম্বিত পাত্ৰ, জ্যেষ্ঠ নেতা ভি মুরলিধরণ, রাজ্য সাংগঠনিক সাধারণ সম্পাদক জিআর রবীন্দ্ৰ রাজু এবং অন্যান্য জ্যেষ্ঠ নেতা ও অসম সরকারের সব মন্ত্ৰী ও বিধায়কবৃন্দ।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande