দমদম বিমানবন্দরে পড়ুয়াদের কর্মজীবন পরিচিতি অনুষ্ঠানে উৎসাহীদের যোগদান
কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি. স.) : দমদমের অর্ডন্যান্স ফ্যাক্টরির অন্তর্গত পিএমশ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ের ২০ জন পড়ুয়াদের সঙ্গে নিয়েই এদিন কর্মজীবন পরিচিতি হল। কেরিয়ার ফ্যামিলিয়ারাইজেশন ইন আ্যভিয়েশন পর্বে - উৎসাহীরা পড়াশোনা শেষ করে অসামরিক বিমান পরি
দমদম বিমানবন্দরে পড়ুয়াদের কর্মজীবন পরিচিতি


কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি. স.) : দমদমের অর্ডন্যান্স ফ্যাক্টরির অন্তর্গত পিএমশ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ের ২০ জন পড়ুয়াদের সঙ্গে নিয়েই এদিন কর্মজীবন পরিচিতি হল। কেরিয়ার ফ্যামিলিয়ারাইজেশন ইন আ্যভিয়েশন পর্বে - উৎসাহীরা পড়াশোনা শেষ করে অসামরিক বিমান পরিবহন বিভাগে নতুন কর্মজীবনে যোগদান করতে আগ্রহ প্রকাশ করেছে। এদিন নবতম উদ্যোগ নেতাজী সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর, কলকাতা বুধবার এই উদ্যোগের আয়োজন করে। ভারপ্রাপ্ত দুই শিক্ষক সৌমেন চ্যাটার্জি ও ইন্দুভূষণ ত্রিপাঠী এদিন জানান, ১০-১২ ক্লাসের পাঠরত ছাত্র ও ছাত্রীরা এদিন বিমানবন্দরে যোগদান করে। পড়াশোনা শেষ করে তাদের অনেকেই অসামরিক বিমান পরিবহন বিভাগে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। প্রথম দফায় তাদের সঙ্গে মত বিনিময় পর্ব চলে। তথ্য ও প্রযুক্তির ভারপ্রাপ্ত অফিসার পার্থ সাহা বিশদেই তাদের অবহিত করেন। পরবর্তী পর্যায়ে আঁকা প্রতিযোগিতায় যোগদান করে পড়ুয়ারা। কনফারেন্স হলে আয়োজিত ওই অনুষ্ঠানে বিমানবন্দরের অধিকর্তা ড. প্রতিভা রঞ্জন বেউরিয়া, পূর্বাঞ্চলের কার্যনির্বাহী অধিকর্তা নিবেদিতা দুবে ও এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ক্যাপ্টেন এস কে মালিক প্রমুখ উপস্থিত ছিলেন। নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি প্রস্থান ও আগমন দুই বিভাগ পরিদর্শন করে ছাত্র ছাত্রীরা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande