দুর্গাপুর, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : দুর্গাপুরের কাঁকসা ব্লকের স্বরসতীগঞ্জ গ্রামে অজানা রোগে লাগাতার গরুর মৃত্যু আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যেই ১৪টি গরু ও বাছুর মারা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেলেও সরকারি হিসাবে সংখ্যা ১০।
ঘটনার পর বৃহস্পতিবার প্রাণিসম্পদ দফতরের কলকাতা থেকে বিশেষজ্ঞ দল গ্রামে পৌঁছে মৃত ও অসুস্থ গরুর রক্তের নমুনা সংগ্রহ করে। পাশাপাশি এদিন থেকেই শুরু হয়েছে ভ্যাকসিন প্রয়োগের কাজ।
জেলা প্রাণিসম্পদ দফতরের ডেপুটি ডিরেক্টর অনির্বাণ ঘোষ জানান, “ব্ল্যাক কোয়ার্টার নামক ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে এ মৃত্যু হচ্ছে। জ্বর, পেশী ফুলে যাওয়া এবং দ্রুত মৃত্যু—এই রোগের মূল লক্ষণ। বুধবারই একটি টিম পাঠানো হয়। বৃহস্পতিবার সকাল থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে, ইতিমধ্যে ২০০ গরুকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। আশেপাশের গ্রামেও কয়েকদিন ধরে এই কার্যক্রম চলবে।” দফতরের তরফে জানানো হয়েছে, নতুন করে মৃত্যুর ঘটনা রুখতে বিশেষ নজরদারি এবং ক্যাম্পিং চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা