ছাত্রীকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে হাজরা মোড়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ
কলকাতা, ১৮ সেপ্টেম্বর, (হি.স.): রামপুরহাটে সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে হাজরা মোড়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ করল এআইডিএসও, এআইডিওয়াইও এবং এআইএমএসএস। পরে বিক্ষোভকারীদের তরফে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বীরভূমের রামপুরহ
ছাত্রীকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে হাজরা মোড়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ


কলকাতা, ১৮ সেপ্টেম্বর, (হি.স.): রামপুরহাটে সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে হাজরা মোড়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ করল এআইডিএসও, এআইডিওয়াইও এবং এআইএমএসএস।

পরে বিক্ষোভকারীদের তরফে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বীরভূমের রামপুরহাটে সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রীকে স্কুলেরই শিক্ষকের ধর্ষণ ও হত্যার ঘটনা আমাদের আবার এক নৃশংস ঘটনার সামনে এনে দাঁড় করিয়েছে। ধর্ষণের পর খুন করে মৃতদেহ যেভাবে টুকরো টুকরো করে কেটে বস্তাবন্দি করে পাথরে চাপা দিয়ে নালায় ভাসিয়ে দেওয়া হয়েছে, তা একদিকে যেমন ভয়ঙ্কর, তেমনই লজ্জার।

আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি ক্রমবর্ধমান ধর্ষণ ও খুনের ঘটনা যে ভাবে প্রায় প্রতিদিন ঘটে চলেছে তাকে বন্ধ করার বিষয়ে সরকার ও প্রশাসন উপযুক্ত পদক্ষেপ নিতে শুধু ব্যর্থই হয়নি, বহুক্ষেত্রেই প্রচ্ছন্ন মদত জুগিয়ে চলেছে।

ফলে একদিকে যেমন ন্যায় বিচারের প্রক্রিয়াকে ব্যাহত করছে, তেমনই আর একদিকে অপরাধ প্রবণতা বাড়াতেও সাহায্য করে চলেছে। এর ফলশ্রুতিতে আর জি কর, কসবা 'ল কলেজ, পাঁশকুড়া সহ রাজ্যের বিভিন্ন জায়গায় নারী নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে, যার সর্বশেষ পরিণতি আমরা লক্ষ্য করলাম রামপুরহাটে।

এই নারকীয়, পৈশাচিক ঘটনার প্রতিবাদে ও উপযুক্ত তদন্তের ভিত্তিতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই বিক্ষোভ মিছিল হয়। হাজরা মোড় কিছুক্ষণ অবরোধও হয়। উপস্থিত ছিলেন ওই তিন সংগঠনের কর্মকর্তারা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande