বিজেপির ৫৫ জনকে নিয়ে দিলীপ ঘোষ ওড়িশায় গেলেন ‘বেঙ্গল ফাইলস’ দেখতে
কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি.স.): পশ্চিমবঙ্গে ‘দি বেঙ্গল ফাইলস’ মুক্তি পায়নি। তাই পড়শি রাজ্য ওড়িশায় ''বেঙ্গল ফাইলস'' দেখতে গেলেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বৃহস্পতিবার যাওয়ার মুখে সাংবাদিকদের বলেন, “রাজ্য সরকারের যে স্বৈরাচারী
বিজেপির ৫৫ জনকে নিয়ে দিলীপ ঘোষ ওড়িশায় গেলেন ‘বেঙ্গল ফাইলস’ দেখতে


কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি.স.): পশ্চিমবঙ্গে ‘দি বেঙ্গল ফাইলস’ মুক্তি পায়নি। তাই পড়শি রাজ্য ওড়িশায় 'বেঙ্গল ফাইলস' দেখতে গেলেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

তিনি বৃহস্পতিবার যাওয়ার মুখে সাংবাদিকদের বলেন, “রাজ্য সরকারের যে স্বৈরাচারী নীতি, তার প্রতিবাদে আমরা বালেশ্বর যাচ্ছি। বেঙ্গল ফাইলস সিনেমা দেখার জন্য। সারা ভারতে মুক্তি পাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এখানে মুক্তি পেতে দেয়নি।”

তাঁর অভিযোগ, “রাজ্য সরকার সত্যকে ভয় পায়। বাঙালির সঙ্গে কী হয়েছে, স্বাধীনতার আগে ও পরে, এখনও চলছে, মানুষ যাতে জানতে না পারে, তাই বেঙ্গল ফাইলস মুক্ত করতে দেওয়া হচ্ছে না। তার প্রতিবাদেই ১২০ কিলোমিটার পথ উজিয়ে খড়্গপুর থেকে বালেশ্বর যাচ্ছি বেঙ্গল ফাইলস দেখতে।”

তাঁর সঙ্গে বিজেপির ৫৫ জন কার্যকর্তাও বৃহস্পতিবার খড়গপুর থেকে ট্রেনে চেপে পড়শি রাজ্য ওড়িশায় গিয়েছেন ‘বেঙ্গল ফাইলস’ সিনেমাটি দেখতে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande