ক্রিকেটার স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সম্মানিত, ডাকটিকিট প্রকাশ
কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি. স.) : ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল এর বর্তমান সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে সম্মানিত করেছে স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দির নিবেদিত ও ভিশন অফ বেঙ্গল আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে। বৃহস্পতিবার ময়দানে কলকাতা ক্রীড়া সাংবাদি
স্নেহাশিসকে বিশেষ সম্মান প্রদান ও ডাকটিকিট প্রকাশ


কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি. স.) : ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল এর বর্তমান সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে সম্মানিত করেছে স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দির নিবেদিত ও ভিশন অফ বেঙ্গল আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে। বৃহস্পতিবার ময়দানে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব তাঁবুতে এক তাঁর হাতেই - 'বাংলার গৌরব সম্মান' এক বিশেষ স্মারক তুলে দেওয়া হয়েছে। উদ্যোক্তারা জানান, বাংলার ক্রিকেটে সিএবি-র তরফেও তাঁর নানা কর্ম পরিকল্পনা ও খেলায় উন্নয়নের জন্যে অভিনন্দন জানানো হয়েছে। সেইসঙ্গে ওই অবদানের জন্য তাঁকে নিয়ে এক বিশেষ স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়েছে। বিশিষ্ট ক্রিকেটার ও ক্রীড়া প্রশাসক হিসেবে ভারতীয় ডাক বিভাগের তরফেও এদিন তুলে দেওয়া হয়েছে তাঁকে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande