কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি.স.): নতুন যুগের জিএসটি সংস্কারের উদ্দেশ্য হলো দেশের সামগ্রিক কর ও রাজস্ব ব্যবস্থাকে আধুনিকীকরণ ও সরলীকরণ করা। বৃহস্পতিবার কলকাতার জাতীয় গ্রন্থাগারে নেক্সট জেনারেশন জিএসটি সংস্কার কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই কথা বলেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী পণ্য ও পরিষেবা করের সংস্কার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, আট বছর আগে চালু হওয়া জিএসটি কাঠামো পুনর্গঠনের আগে প্রতিটি দিক পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়েছিল এবং রাজ্যগুলির মতামত বিবেচনায় নেওয়া হয়েছিল।
অর্থমন্ত্রী আরও বলেন, কেবল করের হার হ্রাস করা হয়নি, বরং আয়কর আইনকেও আরও সমসাময়িক করা হয়েছে। মাত্র আট মাসের মধ্যে এই সংস্কার কার্যকর করা হয়েছে। নতুন জিএসটি সংস্কার থেকে প্রতিটি নাগরিক উপকৃত হবেন বলে আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, উৎসবের শুরুতে, দুর্গাপূজার ঠিক আগে নতুন করের হার কার্যকর হবে। এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার, বিশিষ্ট অর্থনীতিবিদ ও বিধায়ক অশোক লাহিড়ী, স্বপন দাশগুপ্ত, দীনেশ ত্রিবেদী প্রমুখ উপস্থিত ছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা