শিক্ষা ছাড়া সমাজের উন্নয়ন অসম্ভব : জনজাতি কল্যাণ মন্ত্রী
উদয়পুর (ত্রিপুরা), ১৮ সেপ্টেম্বর (হি.স.) : বৃহস্পতিবার গোমতী জেলার করবুকে এক অনুষ্ঠানের মাধ্যমে একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের পঠন-পাঠন শুরু হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জনজ
মন্ত্রী বিকাশ দেববর্মা


উদয়পুর (ত্রিপুরা), ১৮ সেপ্টেম্বর (হি.স.) : বৃহস্পতিবার গোমতী জেলার করবুকে এক অনুষ্ঠানের মাধ্যমে একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের পঠন-পাঠন শুরু হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জনজাতি কল্যাণ মন্ত্রী বলেন, সমাজের জন্য শিক্ষা দরকার। শিক্ষা ছাড়া সমাজের উন্নয়ন সম্ভব নয়। সেইদিকে লক্ষ্য রেখে বর্তমান সরকার শিক্ষার বিকাশে কাজ করছে। তিনি বলেন, রাজ্য সরকার এডিসি এলাকায় জনজাতিদের শিক্ষার উন্নয়নে পরিকাঠামো উন্নয়নের কাজ করছে। এরফলে জনজাতি গোষ্ঠীর মানুষ উপকৃত হচ্ছে। মন্ত্রী বলেন, জনগণকে শান্তি-সম্প্রীতি বজায় রেখে চলতে হবে এবং এর মাধ্যমেই বিকশিত ত্রিপুরা, বিকশিত ভারত গঠিত হবে। তিনি সকল জাতি গোষ্ঠীর জনগণকে একতাবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা, জনজাতি কল্যাণ দফতরের সচিব ড. কে শশীকুমার, করবুক একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের প্রিন্সিপাল হরিশ কলিতা, করবুক আর ডি ব্লকের বিএসি'র ভাইস চেয়ারম্যান প্রণব ত্রিপুরা,জনজাতি কল্যাণ দফতরের যুগ্ম অধিকর্তা সুমিত্রা দেবনাথ প্রমুখ।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande