আগরতলা, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : বৃহস্পতিবার আগরতলায় প্রজ্ঞাভবনে বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দফতর এবং লেম্বুছড়া মৎস্য মহাবিদ্যালয়ের যৌথ উদ্যোগে 'উলফিয়া গ্লোবাসা এজ এন অলটারনেটিভ ফিস ফিড' বিষয় নিয়ে অনুষ্ঠিত হয়েছে একদিনের কর্মশালা। বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশমন্ত্রী অনিমেষ দেববর্মা কর্মশালার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, উলফিয়া গ্লোবাসা হল প্রাকৃতিক উপায়ে উৎপাদিত মাছের একটি জৈব খাদ্য। বিজ্ঞান, প্রযুক্তি এবং পরিবেশ দফতরের বায়োটেকনোলজি বিভাগের গবেষকরা মাছের এই খাদ্য নিয়ে অনেক গবেষণা করেছেন। এই গবেষণায় সফল হয়ে এখন তা মাছের খাদ্য হিসেবে ব্যবহারের জন্য মাছচাষিদের উৎসাহিত করছেন। যা খুবই প্রশংসনীয় উদ্যোগ।
তিনি বলেন, শুধুমাত্র কর্মশালার মধ্যেই যেন এই বিষয়টি সীমাবদ্ধ না থাকে। এ বিষয়ে কৃষকদের বা মাছচাষিদের হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া বিশেষ জরুরি। পুকুর, জলাশয় প্রভৃতি মাছ চাষের স্থানগুলির পারিপার্শ্বিক পরিবেশ যেমন স্বাস্থ্যকর ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এ বিষয়টিও মৎস্য দপ্তরের কর্মীগণকে নজরে পরামর্শ দেন।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লেম্বুছড়াস্থিত মৎস্য মহাবিদ্যালয়ের অধ্যাপক এ. বি. প্যাটেল, বায়োটেকনোলজি বিভাগের অধিকর্তা মহেন্দ্র সিং, লেম্বুছড়া মৎস্য মহাবিদ্যালয়ের সহ-অধ্যাপক ড. ভার্গবী প্রিয়দর্শিনী। তাছাড়া কর্মশালায় পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন মৎস্যচাষি, হলিক্রস, ফিসারি, রামঠাকুর,বি.বি.এম. ইত্যাদি কলেজগুলির বায়োটেকনোলজি বিভাগের ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করেন।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das