সংক্রমণ এড়াতে জীবাণুমুক্ত পুলিশ হাসপাতাল
03/03/2021
কলকাতা, ৩ মার্চ ( হি. স.) : শহর ছেড়ে যাওয়ার নাম করছে না অদৃশ্য ভাইরাস করোনা। এখনও শহরে বর্তমান করোনা। তবে, তারই মাঝে সংক্রমন এড়াতে ক্রমাগত জীবাণুমুক্ত করা হচ্ছে শহরের একাধিক থানা। বুধবারও কলকাতা পুলিশের তরফে পুলিশ হাসপাতাল জীবাণুমুক্ত করা হয়।
পুরনো বছর শেষ হয়ে নতুন বছর শুরু হয়ে গেলেও শহরজুড়ে এখনও বর্তমান করোনা। এরই মাঝে দোরগোড়ায় নির্বাচন। একদিকে করোনা তারই মাঝে আতঙ্ক দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে করোনার নতুন স্ট্রেন । কিন্তু করোনা আতঙ্কের মাঝেই এসে গিয়েছে নির্বাচন । ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি । তবে, এরই মাঝে শহরবাসীর সেবায় রত কলকাতা পুলিশ । করোনা আবহে তাই এদিন জীবাণুমুক্ত করা হয় পুলিশ হাসপাতাল । হিন্দুস্থান সমাচার/ পায়েল