खेल

Blog single photo

জাতীয় দলে ডাক আইএসএলে দাপিয়ে খেলা ফুটবলারদের

03/03/2021

কলকাতা, ৩ মার্চ (হি. স.) : আইএসএলে  দাপিয়ে খেলা ফুটবলারদের পারফরম্যান্স দেখে জাতীয় দলে  একঝাঁক প্রতিভাবান মুখকে ডেকে নিলেন ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ। সেই দলে মনবীর সিং, লিস্টন কোলাসো, হোলিচরণ নার্জারি, রাহুল কেপি, হিতেশ শর্মার মতো   ফুটবলাররা রয়েছেন। 
ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে দুটো ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য জাতীয় দল দুবাই যাবে ১৫ মার্চ। সেখানে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে সুনীল ছেত্রীরা  খেলবেন ২৫ মার্চ। ওমানের বিরুদ্ধে খেলবেন ২৯ মার্চ।  আপাতত ৩৫ জনের তালিকা তৈরি হয়েছে। ১৩ মার্চ আইএসএলের ফাইনাল হওয়ার পর এই ৩৫ জনের মধ্য থেকে ২৮ জনকে বেছে নেবেন স্টিমাচ। সেই ২৮ জনকে নিয়ে ১৫ মার্চ দুবাই উড়ে যাবে ভারতীয় দল। এদিন, ৩৫ জন ফুটবলারের নাম ঘোষণা করে জাতীয় কোচ ইগর স্টিমাচ বলেন, “আইএসএলের প্লে-অফ খেলতে গিয়ে কোনও ফুটবলার চোট পেতে পারে। তাই ৩৫ জন ফুটবলারের নাম প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছে। প্লে অফ হয়ে গেলেই ফুটবলারের সংখ্যা কমিয়ে নেব।” আপাতত ওমান আর সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি। হিন্দুস্থান সমাচার / সোনালি


 
Top