भारत

Blog single photo

অনুরাগ-তাপসীর বাড়িতে আয়কর হানা, বলিউডে চাঞ্চল্য

03/03/2021

মুম্বই, ৩ মার্চ (হি.স.): বলিউডের একাধিক খ্যাতনামা তারকার বাড়িতে তল্লাশি চালাল আয়কর বিভাগ। আয়কর বিভাগের এই অভিযানকে ঘিরে বেশ চাঞ্চল্য ছড়াল বলিউডে। এই তালিকায় রয়েছেন পরিচালক অনুরাগ কশ্যপ থেকে শুরু করে অভিনেত্রী তাপসী পান্নু। এ ছাড়াও আছেন পরিচালক বিকাশ বহেল ও মধু মন্টেনা। প্রযোজনা সংস্থা, জনসংযোগ সংস্থা ও ‘ট্যালেন্ট ম্যানেজমেন্ট’ দফতর মিলিয়ে মোট ২০টি স্থানে হানা দিয়েছেন আয়কর বিভাগের আধিকারিকেরা। কিন্তু, কে তা জানা যায়নি।
সূত্রের খবর, অনুরাগ ও বিকাশদের প্রযোজনা সংস্থা ‘ফ্যান্টম ফিল্মস’-এর আর্থিক লেনদেন ঘিরেই শুরু হয়েছে আয়কর দফতরের এই তল্লাশি। অনুরাগ কশ্যপ, বিক্রমাদিত্য মোতওয়ানে, প্রযোজক মধু ও বিকাশ বহেল মুম্বইয়ে তৈরি করেছিলেন এই প্রযোজনা সংস্থা। এই সংস্থার প্রথম ছবি ‘লুটেরা’। তার পরে একে একে ‘কুইন’, ‘বম্বে ‌ভেলভেট’, ‘উড়তা পাঞ্জাব’-এর মতো উচ্চ প্রশংসিত ছবি প্রযোজনা করে মুম্বইয়ের প্রথম সারিতে উঠে এসেছিল ‘ফ্যান্টম’। ‘ফ্যান্টম’-এর প্রযোজনায় ‘মনমরজিয়া’ ছবিতে কাজ করেছিলেন অভিনেত্রী তাপসী পান্নু। ‘ফ্যান্টম’ ছাড়াও প্রযোজনা সংস্থা ‘রিলায়েন্স এন্টার্টেইনমেন্ট’-এর প্রধান কার্যনির্বাহী আধিকারিক শিবাশিস সরকারের একাধিক বাড়িতে হানা দেন আয়কর আধিকারিকেরা।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top