आर्थिक

Blog single photo

ভুয়া অভিযোগ প্রমাণ করুন অথবা ক্ষমা চান, টুইটে অমিত শাহর উদ্দেশ্যে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

09/05/2020

কলকাতা,  ৯ মে (হি. স.) : “উনি ভুয়া অভিযোগ প্রমাণ করুন অথবা ক্ষমা চান।“ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উদ্দেশে এই রকম কড়া মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। 
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের সরকার ফেরত নিচ্ছে না বলে যে অভিযোগ তুলেছেন, দিনভর বিতর্ক চলছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপার নবান্নে যে চিঠি পাঠিয়েছে, তার প্রেক্ষিতে টুইটে লেখেন অভিষেক। 

শনিবার তিনি ট্যুইট করে অমিতবাবুকে উদ্দেশ করে অভিষেক বলেন, বেশ কয়েক সপ্তাহের নীরব দর্শক হয়ে থাকার পর এই সংকটময় পরিস্থিতিতে নিজের কর্তব্য পালনে ব্যার্থ হয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি এখন মুখ খুলে শুধু মানুষকে মিথ্যা বলছেন আর তাঁদের ভুল পথে চালিত করছেন। অমিত শাহ আপনি যে মিথ্যা অভিযোগগুলি তুলেছেন সেগুলি নিজে আগে প্রমাণ করুন। উনি সেই সব লোক সম্পর্কে বলছেন, যাঁরা কেন্দ্রের মোদী সরকারের জন্য দূর্দশায় পড়েছেন। 
তৃণমূলের দাবি, বস্তুত অনেকেই মনে করছেন ঔরঙ্গাবাদের ঘটনায় কেন্দ্রের শুধু মুখ পুড়েছে তাই নয়, দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। সবাই একধার থেকে কেন্দ্রকেই এই ঘটনার জন্য দায়ী করে মোদিকে কাঠগড়ায় তুলছেন। সেই অবস্থা থেকে দৃষ্টি ঘুরিয়ে দিতেই অমিতবাবু ইচ্ছাকৃত ভাবে বাংলারমুখ্যমন্ত্রীকে চিঠি লিখে আক্রমণ করেছেন বলেই সবাই মনে করছেন।হিন্দুস্থান সমাচার/ অশোক


 
Top