ट्रेंडिंग

Blog single photo

পশ্চিমবঙ্গে নতুন করে করোনার বলি ২, ২৪ ঘন্টায় আক্রান্ত ১৭১ জন

02/03/2021

কলকাতা, ২ মার্চ ( হি স): করোনা হানা কিছুতেই পিছু ছাড়ছে না শহরবাসীর। গত কয়েকদিন ধরে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়লেও মঙ্গলবার ফের কমলো করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ১৭১। মঙ্গলবার এমনটাই খবর স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিন সূত্রে।
স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৭১ জন করোনা আক্রান্ত হওয়ার জেরে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে  ৫,৭৫,৪৮৭ হয়েছে। একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ জনের। একদিনে করোনা মুক্ত হয়েছেন ২০৮জন। যার জেরে মোট করোনা জয়ীর সংখ্যা দাঁড়াল  ৫,৬১,৯৬৪ । পর্যন্ত করোনা চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩,২৫৩ জন  ।  
হিন্দুস্থান সমাচার / পায়েল 


 
Top