आर्थिक

Blog single photo

ডায়াবেটিস এড়াতে ইনসুলিন আবশ্যক, পরামর্শ বিশেষজ্ঞদের

31/01/2020

কলকাতা, ৩১ জানুয়ারি (হি. স.) : আমাদের অজান্তেই অনেকে আক্রান্ত হচ্ছি মধুমেহতে (ডায়াবেটিস)। সময়মত চিকিৎসা না করানোয় বাড়াচ্ছি জীবনের ঝুঁকি। ভয় করি ইনসুলেশনের ইঞ্জেকশন নিতেও। আন্তর্জাতিক ইনসুলিন দিবসে দুই বিশেষজ্ঞ-চিকিৎসক এ ব্যাপারে এ ব্যাপারে সতর্ক করে দিলেন সকলকে। 

শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভাগীয় প্রধান তথা ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সহ সভাপতি নীলাঞ্জন সেনগুপ্ত এবং ক্যালকাটা ডায়াবেটস অ্যান্ড এন্ডোক্রাইন ফাউন্ডেশনের সভাপতি দেবাশিস মাজি বিষয়টি নিয়ে আলোচনা করেন। দেবাশিসবাবু বলেন, বিশ্বের খুব কম ওষুধ ১০০ বছর ধরে কার্যকরী থেকেছে। ইনসুলিন এই বিরল প্রতিষেধকগুলোর অন্যতম। মধুমেহর ‘টাইপ ওয়ান‘-এ কম বয়সীরা আক্রান্ত হয়।  সারা জীবন তাদের ইনসুলিন নিতে হয়। ঠিকমত এটা নিলে বিন্দুমাত্র ব্যথা হয় না। দাগও হয় না। ঠিকমত প্রতিষেধক না নিলে শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

নীলাঞ্জনবাবু বলেন, বেশি ফাস্ট ফুড খাওয়া, মোটা হয়ে যাওয়া— এসব থাকলে মধুমেহতে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। উন্নত দেশগুলোয় যেখানে এই রোগে আক্রান্তের শতাংশ কমবেশি ৭, সেখানে ভারতে এই শতাংশ প্রায় ২০। অনেকে ৫-৭টি ওষুধ খান কিন্তু ইনসুলিন নিতে ভয় পান। দুই বিশেষজ্ঞই জানান, ইনসুলিন অত্যন্ত নিরাপদ। প্রতিটি সিরিঞ্জের দাম ১০-১২ টাকা। ব্যয়সঙ্কোচের জন্য অনেকে একই সূঁচ দিয়ে নিজে বারবার ইনসুলিন নেন। সেটা না করাই উচিত। এর কারণও ব্যাখ্যা করেন তাঁরা। এই সঙ্গে বলেন, ১৯২১ সালের জানুয়ারিতে প্রথম ইনসুলিনের পরীক্ষা হয়। সেটি সফল হয়নি ইনসুলিন ইনসুলিন। এর পর ১৯২২-এ আজকের তারিখে সফল পরীক্ষাটি হয় কানাডায় লিওনার্ড থমসনের ওপর। চিকিৎসক বার্নার্ড জিম্মান এ কারণে নোবেল পেয়েছিলেন। প্রথম পরীক্ষার সূঁচটি ছিল ৪০ মিলিমিটার দীর্ঘ। এখনকার ইনসুলিনের সূঁচ ৪ মিমি দীর্ঘ। তাই ভয় নিন, নিজে বাঁচাতে ইনসুলিন দিন। আর মিষ্টি খাওয়া? নীলাঞ্জনবাবুর জবাব, অল্প-একটু খেলে ক্ষতি নেই। দেবাশিসবাবুর সতর্কতা, মাঝে মাঝে রক্ত পরীক্ষা করাবেন। কারণ, আমাদের অজান্তেই অনেকে আক্রান্ত হয়েছি মধুমেহ রোগে। হঠাৎ ওজন কমে যাওয়া, বেশি তৃষ্ণার্ত বোধ করা— এ সব ক্ষেত্রে রক্ত পরীক্ষার পরামর্শ দেন তিনি। হিন্দুস্থান সমাচার/ অশোক


 
Top